আমাদের গ্রুপে মেম্বার হওয়া, পোস্ট ও কমেন্ট করার সর্বোপরী গ্রুপের নিয়মাবলী–
ফেইসবুকের বর্তমান আপডেট ও গ্রুপ পরিচালনার কিছু নীতিমালায় পরিবর্তন হওয়ায় আমাদের গ্রুপের নিয়মাবলী পরিবর্তিত হলো, ভালো করে নিয়মগুলো পড়ে নিন উক্ত নিয়মাবলীর বাইরে গেলে কোন পোস্টই এপ্রুভ হবে না এবং কোন ধরনের কারন দর্শানো হবে নাঃ
১। সাংস্কৃতিক, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধকে আঘাত করে এমন বা বিতর্ক সৃষ্টি করে এমন কোন ছবি, বক্তব্য, মন্তব্য, পোস্ট, কমেন্ট কোন ভাবেই এপ্রুভ করা হবে না, কেবলমাত্র ধর্মীয় বানী গ্রহণযোগ্য হতে পারে।
২।। যেকোন ধরনের রাজনৈতিক পোস্ট কোন ভাবেই এপ্রুভ হবে না।
৩। জাতি, ধর্ম, বর্ণ, জেলা, নারী ও পুরুষকে নিয়ে করা ট্রল, ফান পোস্ট ও বিতর্কিত পোস্টদাতা ও কমেন্টকারীকে বিনা নোটিশে ব্যান করা হবে।
৪। কোন ভাবেই অন্য কোন প্রোফাইল, পেইজ/ গ্রুপ থেকে নেয়া পোস্ট যাতে সেই পেইজ/ গ্রুপের লোগো আছে বা নাম দেখা যায় এমন কোন পোস্ট গ্রুপে এপ্রুভ হয় না। ইউটিউব লিংক, অখ্যাত পত্রিকা বা ওয়েবসাইটের নির্ভরযোগ্য সুত্র ছাড়া শেয়ার করা পোষ্ট এপ্রুভ হবে না।
৫। মজার ছলে বা উদ্দেশ্যমূলক ভাবে নারী বা পুরুষ কে আক্রমন করে, হেয় করে করা পোষ্ট কোন ভাবেই গ্রহন যোগ্য নয়।
৬। কমেন্ট বিষয়ভিত্তিক হতে হবে। এক পোস্টের মধ্যে শুধু শুধু অন্য প্রসঙ্গ টেনে এনে বিবাদ সৃষ্টি করা মেম্বারকে গ্রুপ থেকে ব্যান করা হবে।
৭। নোয়াখালী বা যেকোন জেলাকে নিয়ে হেয় বা সম্মান ক্ষুন্ন হয় এমন কিছু পোষ্ট করলে তাকে বিনা নোটিশে ব্যান করা হবে।
৮। কারো লেখা হুবুহু কপি করে ক্রেডিট ছাড়া পোস্ট করলে এবং কেউ যদি তা রিপোর্ট করে তবে বিনা নোটিশে কপি করা পোস্টদাতাকে গ্রুপ থেকে ব্যান করা হবে।
৯। ব্যক্তিগত কোন ছবি, পোস্ট ও বিজ্ঞাপন গ্রহণযোগ্য নয়।
১০। কোন ধরনের ভিডিও যা আপনার নিজের নয় বা কপিরাইট ইস্যু আছে এমন কোন ভিডিও ডাইরেক্ট পোস্ট করলেও তা এপ্রুভ হবে না, কারন ফেইসবুকের কমিউনিটি গাইডলাইন অনুযায়ী এটি গ্রহণযোগ্য না।
১১। পোস্ট করার পর যদি কেউ পোস্ট এডিট করে তার নোটিফিকেশন আমরা পাই, সেই ক্ষেত্রে তাকে সাথে সাথে ব্যান করা হবে।
১২। গ্রুপের কোন পোষ্ট, কমেন্ট, ছবি আপনার চোখে দৃষ্টিকটু মনে হলে এডমিন কে সাথে সাথে জানান। পোস্টের পাশে ক্লিক করে “রিপোর্ট টু এডমিন” অপশনে ক্লিক করে রিপোর্ট করুন।
১৩। গ্রুপের সহযোগীতায় ব্লাড সংগ্রহ করতে হলে আপনাকেও গ্রুপের অন্যদের প্রয়োজনে এগিয়ে আসতে হবে। রক্ত চেয়ে পোষ্ট দিলে অবশ্যই বিস্তারিত লিখবেন (রোগীর ধরন, কোথায় ভর্তি আছে, রক্তের গ্রুপ, যোগাযোগের নম্বর)।
১৪। কোন ব্যাবসায়িক উদ্দ্যেশে কিংবা বিজ্ঞাপন প্রচারের উদ্দ্যেশে পোস্ট দেওয়ার আগে এডমিনের অনুমতি নিন। ** এই ক্ষেত্রে আমাদের অনুদান প্রদান সাপেক্ষে গ্রুপে নির্দিষ্ট সময়ের জন্য পিন পোস্ট ও এডমিন পোস্টের ব্যবস্থা আছে এই ব্যপারে গ্রুপের এডমিনদের সাথে যোগাযোগ করুন। বিজ্ঞাপন থেকে প্রাপ্ত অর্থ গ্রুপের বিভিন্ন প্রজেক্টে ব্যয় করা হবে।
সকলের সহযোগীতায় সুন্দর ভাবে এই গ্রুপটি পরিচালনা করতে চাই, যেহেতু নোয়াখালী আমাদের সকলের প্রিয় জেলা। এই জেলার সম্মান রক্ষার দায়িত্ব আমাদের সকলের তাই সকলের কাছে বিনীত অনুরোধ এই নিয়ম মেনে পোস্ট করুন। অনেক সময় ট্রেন্ডিং বিষয়ে একই ধরনের পোস্ট একাধিকবার করা হয় সেক্ষেত্রে প্রথম একটি পোস্ট এপ্রুভ হয়ে গেলে একই ধরনের পোস্ট নিয়মমতো হলেও আর এপ্রুভ করা হয় না। আর যদি মনে করেন এই নিয়ম মানার পরও আপনার পোস্ট এপ্রুভ হয়নি সেক্ষেত্রে আপনার পোস্টের স্ক্রিনশট সহ আমাদেরকে জানান।