ঈদ উপলক্ষে আয়োজিত রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী – আরডিএন গ্রুপের চা আড্ডা অনুষ্ঠিত হয় ২২ এপ্রিল ২০২৩, ইদের দিন সন্ধ্যায় জলতরঙ্গ, ডিসি অফিস সম্মুখে। একেবারেই পূর্ব পরিকল্পনা ছাড়া হুট করেই গ্রুপের মেম্বার, এডমিন এবং নোয়াখালীর অন্যান্য গ্রুপ গুলোর এডমিন ও স্বেচ্ছাসেবীরা যোগ দেন আমাদের এই আড্ডায়। দারুণ প্রাণবন্ত এক আড্ডায় মেতে ছিল সবাই। চা এর সাথে জমে উঠেছিলো ঈদের দিনের আনন্দ। কোন পরিকল্পনা ছাড়াই দারুন এই আড্ডায় স্বতঃস্ফূর্ত ছিল সকলের অংশগ্রহণ। প্রত্যেককে ধন্যবাদ জানাই যারা আসতে পেরেছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন।।





