ঈদুল ফিতর ২০২০ – করোনার করাল গ্রাসে এবার ঈদের আনন্দ একেবারেই মাটি, সবাই ঘরবন্দি। আর এই সময়ে আমরা রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী – আরডিএন গ্রুপ আয়োজন করেছি ৫ দিনের জমজমাট ঈদ আড্ডা ও গানের লাইভ অনুষ্ঠান। আরডিএন গ্রুপ ও পেইজ থেকে আড্ডায় সরাসরি যুক্ত হয়েছেন ভিন্ন ভিন্ন অংগনের নোয়াখালীর গুনী মানুষরা। আড্ডা হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে। গান হয়েছে লাইভ।






