স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং ফর ভলেন্টিয়ার ফেইজ-২

নোয়াখালীর জনপ্রিয় সেচ্ছাসেবী সংগঠন “রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালী-RDN” এর সহযোগিতায় “স্বপ্নকুঞ্জ সমাজ উন্নয়ন সংস্থা”র উদ্যোগে দুইদিন ব্যাপি “দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ” কার্যক্রম এ সফল ভাবে আজ শেষ হলো।

আমরা আমাদের বর্তমান স্বেচ্ছাসেবীদের জন্য ২ দিনের স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং আয়োজন করেছিলাম, এবার আমরা সেই ট্রেনিং প্রদান করা স্বেচ্ছাসেবীদের দিয়েই একেবারে এতুন একটা স্বেচ্ছাসেবী দলকে গ্রুমিং এর কাজ শুরু শুরু করলাম, গত সপ্তাহে ছিলো প্রথম দিন আর আজ ছিলো ২য় দিন মোট ২ দিনের বেসিক ও এডভান্স স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং আয়োজন করলাম। এই ট্রেনিং এর মাধ্যমে এই নতুন দলটি- স্বেচ্ছাসেবা, স্বেচ্ছাসেবী, সামাজিক বিভিন্ন দায়িত্ব ও কর্তব্য এবং সর্বোপরি রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী – আরডিএন গ্রুপের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত ও সম্যক ধারণা অর্জন ও প্রশিক্ষণ পায়। প্রশিক্ষণ শেষে সবার হাতে প্রশিক্ষণ সনদ তুলে দেয়া হয়।

আশা করি দারুন কিছু হবে পুরো ২০২৪ সাল জুড়ে আরডিএন এর সহযোগিতায় নতুন একটি ব্যানারে।।