স্বেচ্ছাসেবীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

গত ১৭-২১ ডিসেম্বর ২০২৩ মোট ০৫ দিনব্যাপী Concerned Women for Family Development(CWFD), United Nations Population Fund (UNFPA) এবং Bangladesh Red Crescent Society (BDRCS) এর সম্মিলিত উদ্যোগে নাইস গেস্ট হাউজ, মাইজদি নোয়াখালীতে জেলার ০৯ টি উপজেলার ২৫ টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের বেশ কিছু বিষয়ে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ দেয়া হয়।

১৭, ১৮ ও ১৯ ডিসেম্বর এই ০৩ দিন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশিক্ষকগণ প্রাথমিক চিকিৎসা সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন। এরপর ২০ ও ২১ ডিসেম্বর যথাক্রমে ASRHR ও যুবদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা পরিচালিত হয় উক্ত প্রশিক্ষণ কর্মশালায় জহিরুল ইসলাম অনিক, স্বেচ্ছাসেবী Royal District Noakhali – রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী এর প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করে।

একঝাঁক দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে এই ০৫ দিনে অনেক নতুন বিষয় জানার পাশাপাশি অনেক জানা বিষয়কেও নতুনভাবে আবিষ্কার করে সে। উক্ত প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞান সংগঠনের মাধ্যমে স্বেচ্ছাসেবা করার ক্ষেত্রে কাজে লাগবে।