আমাদের নিয়মিত আরেকটি উদ্যোগ হলো নোয়াখালী জেলার প্রত্যন্ত অঞ্চলের হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। নিয়মিতভাবে এই শীতবস্ত্র বিতরণের কাজ করে আসছি আমরা। বিশেষ করে সুবর্নচর, কোম্পানীগঞ্জ ও সদরের বিভিন্ন এলাকায় অত্যন্ত নিম্ন আয়ের মানুষের মাঝে আমরা এই সহায়তা পৌঁছে দেই।

আপনার সহায়তায় আমাদের গ্রুপের বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়। আপনার অনুদান আমরা সাদরে গ্রহণ করছি। অনুদান পাঠাতে যোগাযোগ করুনঃ
019111-111-37
rdnoakhalibd@gmail.com
info@rdnbd.info
