১৩তম – দেবীপুর সঃ প্রাঃ বিদ্যালয়:

মন সুন্দর যার, সে রাখে দেশ পরিষ্কার এই স্লোগান কে সামনে রেখে রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী আরডিএন গ্রুপ তাদের সব থেকে বড় উদ্যোগ “পরিচ্ছন্ন শিক্ষাঙ্গন কার্যক্রম” ২০১৮ সাল থেকে নিয়মিতভাবে পরিচালনা করে আসছে।

তারই ধারাবাহিকতায় আজ সদর উপজেলার দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ আমরা আমাদের পরিছন্নতা কার্যক্রম পরিচালনা করি।। শিক্ষাঙ্গন পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে আমরা ছাত্র-ছাত্রীদেরকে হাতে-কলমে সচেতন করতে সক্ষম হই।

শিক্ষার্থীরা পরিচ্ছন্ন থাকলে এবং একই সাথে তার শিক্ষাঙ্গন পরিচ্ছন্ন রাখলে এর সুফল ছড়িয়ে পরবে সমাজ, জেলা তথা সারাদেশে।। আজ আমরা সকল ভলেন্টিয়ার মিলে একই সাথে পুরো প্রাঙ্গণ পরিচ্ছন্ন কার্যক্রমের সাথে সাথে সবাইকে সচেতন করি পরিচ্ছন্নতার ব্যাপারে, একই সাথে ডেংগু, নিরাপদ সড়ক, ব্যাক্তিগত হাইজিন, ও পারিবারিক পরিচ্ছন্নতার ব্যাপারে।।

অনুষ্ঠান শেষে আমরা বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে সামান্য শুভেচ্ছা উপহার তুলে দেই।।

এই অনুষ্ঠানের ধারাবাহিকতা শীঘ্রই আমরা পুরো জেলায় ছড়িয়ে দেবো।। ধন্যবাদ জানাই বিদ্যালয়ের প্রশাসনকে ও একই সাথে সকল শিক্ষক শিক্ষিকাকে। আর যাদের কথা না বললেই নয় প্রিয় ছাত্র-ছাত্রীবৃন্দ যারা ধৈর্য সহকারে আমাদের এই পরিচ্ছন্ন কার্যক্রম সফল হতে সহায়তা করেছে।

#আরডিএন_পরিচ্ছন্ন_শিক্ষাঙ্গন_কার্যক্রম

#প্রজেক্ট_১৩