বন্যা পরবর্তী সহায়তা ২০২৪

আজ ০৪-১০-২০২৪ইং সর্বমোট ৩১টি পরিবারের হাতে তুলে দিলাম চাল, মুসুর ডাল, আলু, পেঁয়াজের একটি করে প্যাকেজ ও ভালো মানের কিং সাইজ একটি করে কম্বল।

যেহেতু এই বন্যায় বিভিন্ন মানুষের বাসায় পানি ঢুকে তাদের কাঁথা, বালিশ ও কম্বলসহ বিভিন্ন গৃহস্থালি সামগ্রী নষ্ট হয়ে গেছে। তাই আমরা চিন্তা করলাম প্রত্যেকটি পরিবারকে যদি একটি করে কম্বল দেয়া যায় এতে করে তাদের অনেক উপকার হবে, এবং একই সাথে খাবার তুলে দেই।।

নোয়াখালীর এই বন্যায় শুরুর দিন থেকে আমরা সহায়তা করার চেষ্টা করেছি আমাদের সমর্থ্য অনুযায়ী। এবং আমাদেরকে এই কাজে সহায়তা করার জন্য এগিয়ে এসেছেন আমাদের গ্রুপের বিভিন্ন শুভাকাঙ্ক্ষী ও ভাই বন্ধুরা।।

বন্যার শুরুর দিন থেকেই আমরা বন্যার্তদের বিভিন্ন মেডিসিন, শুকনো খাবার, ভারী খাবার, আর্থিক সহায়তা, দুপুরের ও রাতের খাবার, বিভিন্ন জায়গায় মেডিকেল ক্যাম্প, ইত্যাদি সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি৷

আজকের এই বিতরণের মধ্যেই শেষ হলো আমাদের নোয়াখালীর বন্যার অনুদান থেকে সহায়তা প্রদান কার্যক্রম। তবে এর মানে আজকেই শেষ হয়ে গেল তা না আমরা অবশ্যই সহায়তা করার জন্য প্রস্তুত সবসময়। আপনাদের সকলের সহায়তা পেলে আমরা আরো বিভিন্ন ধরনের সাহায্য সহায়তা কার্যক্রম পরিচালনা করতে পারি এবং বিভিন্ন জনগোষ্ঠীকে আমরা স্থায়ী বন্দোবস্ত থেকে শুরু করে জীবিকা নির্বাহের ব্যবস্থা করে দিতে পারি।।

#rdnflood2024