দরিদ্র ছাত্রকে শিক্ষা সহায়তা

ভালো কিছু করার আনন্দঃ
সাহায্য আপনাদের মাধ্যম আরডিএন গ্রুপঃ

(২ মে ২০২৪) আমাদের আরডিএন গ্রুপে একজন শিক্ষার্থী পোস্ট করে আগামী ৬ মে আমার ৩য় বর্ষ সম্মান শ্রেণির ইমপ্রুভমেন্ট পরীক্ষার ফি জমা দেয়ার তারিখ কিন্তু আমার কোন ভাবেই এই টাকা দেয়ার ক্ষমতা নাই, কেউ আমাকে দিন মজুর করার সুযোগ দিলেও আমি রাজি তাও আমার পরীক্ষার ফি দরকার।

এই পোস্টটি আমরা দেখতে পাই পেন্ডিং এ, সেখান থেকে তার সাথে যোগাযোগ করি এবং জানতে পারি ২০০০ টাকা লাগবে তার সর্বোমোট। এর পর আমরা গ্রুপে পোস্ট করি তার শিক্ষা সহায়তার জন্য, কেউ আগ্রহী হলে যাতে এগিয়ে আসে। এবং ভালো লাগার বিষয় হলো পোষ্ট করার ১/২ ঘন্টার মধ্যেই আমাদের কয়েক জন প্রিয় শুভাকাঙ্ক্ষী আমাকে মেসেজ দেয় তাঁরা সহায়তা করতে চান আর অবশ্যই এই দানের কথা কাউকেই জানানো যাবে না। যেহেতু সহায়তার পরিমাণ টাকার অংকে কম তাই সবার সাহায্য না নিয়ে প্রয়োজনীয় অনুদান সংগ্রহ করে ছাত্রটির হাতে তুলে দেই আর শুধু জানাই – দোয়া রইলো মন দিয়ে পড়া লেখা করো, পরীক্ষা ভালো করো।

বিঃ দ্রঃ আমরা ছাত্রের ছবি দিয়ে তাকে হেয় করতে চাই না। তাই ছবিটা শুধু দিলাম নমুনা হিসাবে।।

অনেক অনেক বেশি ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাদের শুভাকাঙ্ক্ষীদের যারা পোষ্ট দেখা মাত্রই এগিয়ে এসেছেন ও সহায়তা করেছেন।

আপনিও এগিয়ে আসুন ছোট ছোট কাজে, দেখবেন মনে প্রশান্তি আসবে।।