Royal District Noakhali – রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী আরডিএন গ্রুপের সহায়তায় ও Shopno Kunjo – স্বপ্ন কুঞ্জ সমাজ উন্নয়ন সংস্থা’র” আয়োজনে। আজ ১২-০৪-২০২৪ রোজ শুক্রবার নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ার হাট এলাকায় আমাদের ঈদ আনন্দ উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়।
বি:দ্র: স্বপ্নকুঞ্জ সমাজ উন্নয়ন সংস্থা আরডিএন এর একটি বিশেষ উদ্যোগ।
আজ আমরা সকাল ৯টা থেকে এলাকার ৪২টি পরিবারের প্রায় ২০০জন মানুষের সাথে প্রায় পুরো দিন বিভিন্ন আয়োজনে আনন্দ মেতে উঠি।
সকালে শুরুতে সবাইকে একত্রিত করে পরিবারের ৪৫টি (০ থেকে ৬ বছর বয়সী ছেলে ও মেয়ে) বাচ্চাকে ঈদের নতুন জামা উপহার দেই, চৌমুহনী মোর্শেদ আলম কমপ্লেক্সের এক্সক্লুসিভ গার্মেন্টস শপ – Seven এর সৌজন্যে।।
এর সাথে সাথে সবাইকে নতুন জামা পড়িয়ে একত্রিত করে সবার হাতে তুলে দেই ৩ ধরনের খেলনা – রঙ্গিন চশমা, ঘুর্নি ও পাখি বাঁশি। এটি বিতরণের পর এক দারুন উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। বাচ্চারা এক সাথে বাঁশি বাজিয়ে এক অভূতপূর্ব পরিবেশ সৃষ্টি করে। এতে তারা এতো আনন্দিত হয় যা ভাষায় প্রকাশ করার মতো না।। নতুন জামা পরে খেলনা নিয়ে পুরো এলাকায় তারা এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।।
এরপর শুরু হয় এক দারুন ফান গেম সেগমেন্ট, ৪২টি পরিবারের থেকে ১জন করে প্রতিনিধি নিয়ে আমরা আয়োজন করি বল ছুঁড়ে ঝুঁড়িতে ফেলার প্রতিযোগিতা। এতে অংশগ্রহণ করে সকল বয়সের বাচ্চা ও পুরুষ ও মহিলা। এই আয়োজনে প্রত্যেকেই ১টি করে ফুড প্যাকেজ (২প্যাকেট নুডলস, ২ প্যাকেট সেমাই, ১ বোতল তেল ও ১ প্যাকেট দুধ) উপহার পায়, খেলায় জিতুক বা না জিতুক।। এ ছাড়াও মোট ৩জন বিজয়ী পায় বিশেষ পুরস্কার।।
যথারীতি শুক্রবার জুমার নামাজের পর আমরা প্রতি পরিবারের প্রত্যেককে দুপুরের খাবার সরবরাহ করি। প্রায় ২০০ জন এলাকাবাসী আমাদের পক্ষ থেকে দুপুরের খাবার পায়।।
পরিশেষে আমরা আরো বিশেষ কিছু উদ্যোগ নিয়ে উক্ত এলাকায় আরো কাজ করার অঙ্গীকার জানিয়ে অনুষ্টানের সমাপ্তি টানি।।
বিশেষ কৃতজ্ঞতা জানাই আমাদের সম্মানিত উপদেষ্টা মন্ডলীকে, চৌমুহনী মোর্শেদ আলম কমপ্লেক্সের এক্সক্লুসিভ গার্মেন্টস শোরুম সেভেন, আবুল খায়ের স্যানেটারি ওয়্যার, ক্লাসী ওয়্যার, ইউজার চয়েস ও আমাদের অনুদান দাতাদেরকে। একই সাথে কৃতজ্ঞতা জানাই এলাকাবাসী ও আমাদের সুবর্ণচরের স্বেচ্ছাসেবীবৃন্দকে অক্লান্ত পরিশ্রম করার জন্য।
আর যাদের কথা না বললেই নয়, রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী আরডিএন গ্রুপের স্বেচ্ছাসেবীরা, যাদের ছাড়া আসলে কোন অনুষ্ঠানই সম্পন্ন করা সম্ভব না।।