ধারাবাহিকভাবে বিগত বছরগুলোর মতো এবছরও আমরা রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী – আরডিএন গ্রুপ রোজায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। এই রমজানে ৬ষ্ঠ রোজার দিন সর্বমোট ২৪ রোজার সমপরিমাণ বেশ কিছু ইফতার সামগ্রী বিতরণ করি। মোট ৪৫ টি সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে আমরা এই ইফতার সামগ্রীগুলো বিতরণ করি।।
প্রতিটি প্যাকেজের খরচ ধরা হয়েছে ১১০০ টাকা আমরা মোট ৪৫ টি পরিবারের হাতে ২৪ রোজার সম পরিমাণ ইফতার সামগ্রী তুলে দেই।
প্রতিটি প্যাকেজে যা যা ছিল:
আলু ২ কেজি,
পেঁয়াজ ২ কেজি,
মুসুর ডাল ২ কেজি,
তেল ১ লিটার,
খেজুর আধা কেজি,
মুড়ি ১ কেজি,
ছোলা ১ কেজি।
আমাদের একদল ভলেন্টিয়ার নিরলস ভাবে পরিশ্রম করে খুঁজে বের করেছে একেবারেই সুবিধা বঞ্চিত কিছু মানুষের তালিকা। আর এই মানুষগুলোর হাতেই আমরা তুলে দিয়েছি আজকে এই ইফতার সামগ্রী।।
২০১৮ সাল থেকে আমরা নিয়মিতভাবেই এই কার্যক্রম পরিচালনা করে আসছি। রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী আরডিএন গ্রুপের বিভিন্ন উদ্যোগগুলোর মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট।
ধন্যবাদ জানাই সকল অনুদানদাতাদেরকে যাদের ভালোবাসার উপহারে আমরা এই কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হয়েছি।
লোকেশন: আক্তার মিয়ার হাট, মোহাম্মদপুর ইউনিয়ন আশ্রয়ণ প্রকল্প, সুবর্ণচর, নোয়াখালী
আশা করবো বরাবরের মত সব সময় আপনি Royal District Noakhali – রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী আরডিএন গ্রুপের সাথে থাকবেন।।