২৭-০৬-২০২৩ঃ বৃক্ষে বাঁচুক ধরনী। “বৃক্ষে বাঁচুক ক্ষুধার্ত প্রকৃতির প্রাণ দূর্যোগে না ডরাই, হবো বৃক্ষে মহীয়ান ” নোয়াখালীর সকল স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সম্মিলিত প্ল্যাটফর্ম “সম্মিলিত সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, নোয়াখালী” এর আয়োজনে নোয়াখালীর মোট নয়টি উপজেলার মধ্যে আজ ২য় উপজেলা নোয়াখালী সদর উপজেলায় সর্বমোট ১১টি স্বেচ্ছাসেবী সংগঠন, ১৬টি মসজিদ ও ৫টি মন্দিরে রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী – আরডিএন গ্ৰুপ (২৫০টি চারা) ও নিঝুম ফাউন্ডেশন (৫০টি চারা ও আনুসাংগিক খরচ) এর অর্থায়নে, ফলজ, বনজ ও ঔষধী গাছের মোট ৩০০টি চারা বিতরণ করা হয়।
আজকের এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় জেলা প্রশাসক মহোদয়, দেওয়ান মাহবুবুর রহমান বাদল স্যার। মিজানুর রহমানের সঞ্চালনায় বিভিন্ন সংগঠনের প্রধানরা বক্তব্য রাখেন। রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী আরডিএন গ্রুপের এডমিন তপু সৌমেন বলেন গ্লোবাল ওয়ার্মিং এর হাত থেকে বাঁচতে শুধুমাত্র মানব সেবা নয় প্রকৃতির সেবাও করতে হবে, তাই গাছ লাগানোর কোন বিকল্প নেই।
এ সময় আরো বক্তব্য রাখেন আলোকিত মানবিক অর্গানাইজেশন এর প্রধান পারভেজ মোল্লা, তিনি বলেন আমাদের এই কার্যক্রম শুধুমাত্র নোয়াখালী সদর উপজেলায় নয় বরং আমরা একই সাথে নোয়াখালীর নয়টি উপজেলায় এই কার্যক্রম পরিচালনা করব এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের চাহিদার ভিত্তিতে আমরা গাছের চারা বিতরণ করব।
নিঝুম ফাউন্ডেশন এর প্রধান মিজানুর রহমান বলেন বৃক্ষে বাঁচুক ক্ষুধার্ত প্রকৃতির প্রাণ, দূর্যোগে না ডরাই, হবো বৃক্ষে মহীয়ান। এবং আরো বলেন, কেবলমাত্র বৃক্ষ রোপণ করেই দায়িত্ব শেষ নয় বরঞ্চ বৃক্ষগুলোকে পরিচর্যা করে টিকিয়ে রাখতে হবে।
সবশেষে মাননীয় জেলা প্রশাসক মহোদয় তার বক্তব্যে আমাদের এই কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন। এবং একই সাথে তুলে ধরেন প্রাকৃতিক দুর্যোগ ও আবহাওয়া পরিবর্তন ঠেকাতে বৃক্ষের অবদান যে অপরিসীম তার গুরুত্ব। তিনি সকল সংগঠনকে ঐক্যবদ্ধভাবে বৃক্ষরোপণের কাজে এগিয়ে আসার আহ্বান জানান। বক্তব্য শেষে তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে গাছের চারা তুলে দেন।
বৃক্ষে বাঁচুক ধরনী – এই কার্যক্রম মূলত শুরু হয় ২৪ জুন ২০২৩ তারিখ থেকে। ঐদিন আমরা বেগমগঞ্জ জেলার দশটি সংগঠনের মাঝে তুলে দেই ৩০০ টি চারা গাছ (রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী – আরডিএন – ১২৫টি গাছের চারা)।
সার্বিক সহযোগিতায় ছিলোঃ
বন্ধু মহল ব্লাড ডোনার নোয়াখালী,
ড্রীম লাইট অব হেল্প সেন্টার,
কুহক সমাজ কল্যাণ ও সাইবার অর্গানাইজেশন বাংলাদেশ,
আলোকিত মানবিক অর্গানাইজেশন