বৃক্ষে বাঁচুক ধরণী – বৃক্ষরোপণ অভিযান বেগমগঞ্জ

“বৃক্ষে বাঁচুক ধরণী” – বৃক্ষে বাঁচুক ক্ষুদার্ত প্রকৃতির প্রাণ, দূর্যোগে না ডরাই, হবো বৃক্ষে মহিয়ান এই স্লোগান ও কার্যক্রমের সাথে রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী – আরডিএন গ্রুপ একাত্বতা পোষণ করে, যা মুলত সম্মিলিত স্বেচ্ছাসেবী সংগঠন, নোয়াখালীর বৃক্ষ রোপণ অভিযান কার্যক্রম।

এই কার্যক্রমের মাধ্যমে মূলত আমাদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন উদ্যোগের একটির শুভ সূচনা হলো। আমরা ২০২৩ সালের জন্য মোট ১০০০ ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণের লক্ষ্য নির্ধারণ করি। কারন প্রকৃতিকে বাঁচাতে হবে, শীতল করতে হবে, মানুষের প্রয়োজনীয় অক্সিজেনের চাহিদা মেটাতে হবে, মোটা দাগে প্রকৃতির উষ্ণতা কমাতে হবে। আর এই লক্ষ্যেই আমাদের এই বছরের কার্যক্রমে বৃক্ষরোপণ বেশ গুরুত্ব পাবে। আজ ২৪ই জুন বেগমগঞ্জ উপজেলার ৯টি স্বেচ্ছাসেবী সংগঠনকে আমরা রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী – আরডিএন গ্রুপ প্রাথমিক ভাবে ১২৫টি গাছের চারা ও বিভিন্ন মাধ্যম থেকে আরো ১৭৫টি চারা দিয়ে মোট ৩০০ গাছের চারা দিয়ে সহায়তা করছে। 

পর্যায়ক্রমে বাকি ৮টি উপজেলার জন্য বাকি গাছের চারাগুলো উপহার হিসাবে তুলে দেবার পরিকল্পনা রয়েছে।

২৪-০৬-২০২৩ তারিখে বেগমগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবীদের গাছের চারা বিতরণের কিছু ছবিঃ