ইয়ুথ প্ল্যানেটের সাথে আরডিএন এর এলায়েন্স

আনন্দের সাথে জানানো যাচ্ছে যে Royal District Noakhali – রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী ও www.youthplanet.org.bd খুব শীঘ্রই একসাথে কাজ শুরু করবে, কিশোরীদের বয়ঃসন্ধিকাল ও মাসিককালীন স্বাস্থ্যসুরক্ষা বিষয়ক সচেতনতা নিয়ে।। আজ দুই সংগঠনের প্রধান এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছিলো। শীঘ্রই আমরা নোয়াখালী জেলা জুড়ে এই বিষয়ে কাজ শুরু করবো।।