২০১৭ সাল থেকে শুরু করি এই গ্রুপ নোয়াখালীর মানুষের জন্য কিছু করার লক্ষ্যে। দিনে দিনে সময়ের সাথে সাথে অনেক কিছুই শুরু করেছি আমরা স্বেচ্ছাসেবীদের সহায়তায়। অনেক গুলো প্রজেক্ট নিয়ে আমরা কাজ করি। ভার্চুয়াল প্ল্যাটফর্ম হওয়ায় আমরা আমাদের কার্যক্রম মূলত সচেতনতা নিয়েই কাজ করি। এরই সাথে আমরা আর্থিক সহায়তা ও দুঃস্থদের সহায়তায় বিভিন্ন কার্যক্রমও করে যাচ্ছি। শীঘ্রই আমরা কিশোরী – নারী স্বাস্থ্য নিয়ে কাজ করার লক্ষ্যে গ্রাউন্ড ওয়ার্ক করছি। আমাদের স্বপ্ন জেলার বেশিরভাগ মানুষ আমাদের সাহায্য পাবে, আমাদের সচেতনতায় আমরা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যাবো এই আশাবাদ রাখি। – তপু সৌমেন, হেড অফ আরডিএন