মহান মুক্তিযুদ্ধে নোয়াখালী একটি ঐতিহ্যবাহী জেলা। ১৯৭১ সালের ৭ ডিসেম্বর আমাদের প্রাণের জেলা নোয়াখালী হানাদার মুক্ত হয়। নোয়াখালী জেলার সকল বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ও ভাষা আন্দোলনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মিত নোয়াখালী মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও শহিদ মিনারে আমরা গতকাল ১১ই ডিসেম্বর ২০২০ শুক্রবার সকাল ৮টায় আমাদের আরডিএন গ্রুপের নিয়মিত কার্যক্রম পরিচ্ছন্ন নোয়াখালী কার্যক্রমের অংশ হিসেবে মিলিত হই উক্ত দুই স্থান পরিচ্ছন্ন করার উদ্দেশ্যে। রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী – আরডিএন গ্রুপ তাঁর সূচনা লগ্ন থেকেই এই জেলার পরিচ্ছন্নতার ব্যপারে বিশেষ অবদান রেখে আসছে যার লক্ষে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। আমাদের দুটি বৃহৎ কার্যক্রমের ১টি হলো পরিচ্ছন্ন নোয়াখালী কার্যক্রম আর অন্যটি হলো পরিচ্ছন্ন শিক্ষাঙ্গন কার্যক্রম। আমাদের সকল ভলেন্টিয়াররা মিলে এই দিনে পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিতে প্রায় ২ ঘন্টা ব্যাপী এই আয়োজনে এই প্রথমবার পরিচ্ছন্ন করার সাথে সাথে একেবারে ধুয়ে সম্পূর্নরূপে সাফ করি। এমনকি জমে থাকা ময়লাগুলো ঘষে মেজে পরিস্কার করি।
আমাদের সার্বিক সহায়তা করার জন্য বিশেষ ধন্যবাদ জানাই নোয়াখালী পৌরসভার প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল রতন দাকে সকল ধরনের আনুসাংগিক দিয়ে অনুষ্ঠানটি সুন্দর ভাবে সম্পন্ন করতে সহায়তা করায়। ধন্যবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রিয় সাইফুজ্জামান ভাইকে পুরো অনুষ্ঠানে দাঁড়িয়ে থেকে তদারকি ও সহায়তা করার জন্য। আরো ধন্যবাদ জানাই গ্রুপের প্রিয় মুখ ও শুভাকাঙ্ক্ষী তাসলিমা আপাকে একই সাথে ধন্যবাদ জানাই গ্রুপের আরেকজন প্রিয় মুখ মোস্তফা ভাইকে।
পরিশেষে গ্রুপের সকল লাইট ও ভলেন্টিয়ারদের ধন্যবাদ জানাই চমৎকার এই আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করার জন্য।