হে মহামান্য স্বাগতম।
আজ (৩১-০৭-২০২০) আমাদের জন্য একটি বিশেষ দিন। রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী – আরডিএন গ্রুপের পক্ষ থেকে আজ ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয় মাননীয় জেলা প্রশাসক মহোদয় জনাব Mohammed Khurshed Alam Khan স্যার কে। একই সাথে গ্রুপের পক্ষ থেকে আসন্ন ১৫ই জুলাই ২০২০ আমাদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীতে অনাড়ম্বর বৃক্ষরোপণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত হতে স্যারের নিকট অনুমতি চাওয়া হয়। এই সময় স্যার আমাদের গ্রুপ ও এর কার্যক্রম সম্পর্কে জানতে চান।