২১শে ফেব্রুয়ারি ২০২০ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আরডিএন আয়োজন করেছিলো চিত্রাঙ্কন প্রতিযোগিতার। অংশগ্রহণ করেছে বেশ ভালো সংখ্যক শিশু-কিশোর। চিত্রাঙ্কন নিয়ে আমাদের এটি ২য় আয়োজন। এই প্রতিযোগিতের মূল বিষয় ছিলো একুশ, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ। প্রথম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ছাত্র/ছাত্রীরা এতে অংশগ্রহণ করে গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসার দিনে তাদের অঙ্কনের মাধ্যমে ভালোবাসা ছড়িয়ে দিতে। বাচ্চাদের উৎসাহ দেখে সত্যিই আপ্লুত হয়েছিলাম আমরা। আমাদের টিমের যারা ছিলো স্বেচ্ছাসেবী হিসাবে তারাতো বাচ্চাদের পেয়ে প্রচন্ড আনন্দিত, কেউ কেউ আবার বলছিলো বাচ্চাদের সাথে একটা বিকাল কাটানো ছিলো তাদের জীবনের স্মরণীয় ঘটনা। ২জন বিচারক শুরু থেকে শেষ অব্দি উপস্থিত ছিলেন এবং সুচারুরূপে তাঁদের খাতায় স্বযতনে লিখে নেন বাচ্চাদের ফলাফল।