বিভেদ ভুলে ইফতার, সবার জন্য ইফতার – ২০১৮ রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী গ্রুপ আয়োজিত এই বারের রোজা ও ঈদে অসহায় দরিদ্র মানুষের কল্যাণে নেয়া বিভিন্ন উদ্যোগের অংশ ছিলো দরিদ্র পরিবারকে ইফতার সামগ্রী দিয়ে সহায়তা করা।
২০টি অসহায় দরিদ্র পরিবারকে সহায়তাঃ
আমরা মোট ২০টি অসহায় দরিদ্র পরিবারের হাতে তুলে দেই ১৫টি রোজার সমপরিমান বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি:
ছোলা বুটঃ ২ কেজি
পেঁয়াজঃ ২ কেজি
হলুদের গুড়াঃ ১ প্যাকেট ( ২০০ গ্রাম)
মরিচের গুড়াঃ ১ প্যাকেট ( ২০০ গ্রাম)
লবনঃ ১ প্যাকেট ( ১ কেজি)
মুড়িঃ ১ কেজি
খেজুরঃ ৫০০ গ্রাম
সয়াবিন তেলঃ ১ লিটার
চিনিঃ ১ কেজি
গুড়া দুধঃ ১ প্যাকেট ( ২৫০ গ্রাম)
আলুঃ ২ কেজি
চালঃ ৫ কেজি
সেমাইঃ ২ প্যাকেট
যাদের হাতে এই পণ্যগুলো তুলে দেয়া হলো তারা নিতান্তই দরিদ্র, এতোটাই দরিদ্র যে এক বেলার খাবার যোগাড় হলে অন্য বেলার জন্য অপেক্ষা করতে হয় মাঝে মাঝে এক বেলা খেয়েই এক দিন পার করতে হয়। শান্তি লাগছে সঠিক জায়গায় সাহায্যটা পৌঁছে দিতে পেরেছি। (বিঃদ্রঃ ১৫টি পরিবারকে একসাথে দেয়া হয়েছে আর বাকি ৫টি পরিবার আলাদা আলাদা করে দেয়া হয়েছে।)
২০১৮ সালে আমরা ৪টা এতিমখানা ও মাদ্রাসায় এতিমদের ইফতার, রাতের খাবার ও সেহরি আয়োজন করিঃ
আমরা মোট ৪টা এতিমখানা ও মাদ্রাসায় প্রায় ৩০০ এতিমদের ইফতার, রাতের খাবার ও সেহরি আয়োজন করি।
ক) জামিয়া ইসলামিয়া নূরিয়া কাওমী মাদ্রাসা ও এতিম খানায় ছিলো আমাদের প্রথম আয়োজন।
খ)আল জামিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিম খানায় ছিলো আমাদের ২য় আয়োজন।
গ)জামিয়া ইসলামিয়া তাহফীযুল কুরআন মাদরাসায় ছিলো আমাদের ৩য় আয়োজন।
ঘ)আজিজিয়া মুসলিম এতিমখানায় ছিলো আমাদের ৪র্থ আয়োজন।
আমাদের আয়োজনে নোয়াখালীতে একটি মাদ্রাসায় ইফতার ২০১৮ সালে।