আজ (০১-০৭-২০২০) দুইটা ঘটনা ঘটতে চলেছে একটা ভীষণ কষ্টের একটা ভীষণ আনন্দের। আজ আমরা বিদায় জানাতে এসেছি আমাদের প্রাণ প্রিয় জেলা প্রশাসক মহোদয় তন্ময় দাস স্যারকে। আসলে বিদায় না আমরা এসেছি শুভ কামনা জানাতে। স্যার আরো বড় দায়িত্ব নিয়ে দেশ সেবায় এগিয়ে যাচ্ছেন। তবে মনের কোনে ভীষণ কষ্ট কান্না জমে আছে কারন স্যার আমাদের জেলা ছেড়ে চলে যাচ্ছেন যা সত্যিই আমাদের জন্য চরম ক্ষতির। এমন একজন মানুষ যাকে নিয়ে লেখা শুরু করলে সারাদিনেও শেষ হবে না। তবে স্যারের মূল্য আমাদের কাছে ভীষণ আলাদা। স্যারের সাথে অনেকগুলো প্রজেক্টে আরডিএন এর কাজ করার সুযোগ হয়েছে। স্যারকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, জানতে পেরেছি কি সুন্দর মন ও ব্যক্তিত্বের অধিকারী তিনি, কতোটা উদ্ভাবনী ক্ষমতার অধিকারী তাই কষ্টটা একটু বেশি। আরো বেশি স্যার আমাদের গ্রুপ রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালি – আরডিএন এর একজন শুভ চিন্তক, অভিভাবক, দিক নির্দেশক কখনোই যার কাছে গিয়ে কোন সাহায্য চেয়ে খালি হাতে ফেরত আসিনি আমরা। আজ আমরা তাঁকে বিদায় জানাতে এসেছি। শুভ কামনা রইলো স্যার। নোয়াখালীকে ভুলে যাবেন না। সুযোগ পেলে আমাদের জেলার জন্য সর্বোচ্চ করার চেষ্টা করবেন এই কামনা করি।
২য় ঘটনা হলো আমাদের অনেক দিনের ইচ্ছার প্রতিফলন ঘটতে যাচ্ছে আজ। গ্রুপের সকল কর্মকান্ড তথ্যগত ভাবে গুছিয়ে রাখার কাজ করে যাচ্ছিলাম বেশ অনেক দিন যাবত। ইচ্ছে ছিলো গ্রুপের জন্য একটা ওয়েবসাইট বানাবো যাতে লিপিবদ্ধ থাকবে আমাদের সকল কর্মকান্ডের স্বচিত্র তথ্যাবলী। তার প্রেক্ষিতেই আজ উদ্ভোধন হতে যাচ্ছে রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালি – আরডিএন এর অফিশিয়াল ওয়েবসাইট – www.rdnbd.info ভালো কাজটা স্যারকে দিয়েই শুরু করতে চাই তাই আজ সম্মানিত স্যারের হাতে শুভ উদ্ভোধন হচ্ছে আমাদের গ্রুপের ওয়েবসাইটের।।
আরডিএন এর অফিশিয়াল ওয়েবসাইট – www.rdnbd.info