শিক্ষায় আর্থিক সহায়তা

সাইফুল ইসলাম – ২০১৭ সালের শেষ উদ্যোগ ছিলো। ১২-১২-২০১৭ তারিখে সুবর্নচর এলাকার দরিদ্র মেধাবী ছাত্র সাইফুল ইসলামকে গোপালগঞ্জ বঙ্গবন্ধু প্রযুক্তি বিস্ববিদ্যালয়ে ভর্তিতে সহায়তা, তার ভর্তির সকল আর্থিক সহায়তা (১৫০০০/-) প্রদান।

কামরুল হাসান তানভীর – এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি একটু ভিন্ন ভাবে পালন করলো আরডিএন। গত ১৪ ফেব্রুয়ারি ২০২০ তারিখে একজন সুবিধাবঞ্চিত ছাত্রকে একজন প্রবাসী ভাইয়ের সৌজন্যে ডিগ্রি প্রথম বর্ষের এক সেট বই, খাতা ও কলম প্রদান করি। 

শিক্ষা উপকরণ