পৌরপার্ক ও জেলা প্রশাসকের সামনের রাস্তা – ১৬ নভেম্বর ২০১৮

মন সুন্দর যার সে রাখে দেশ পরিষ্কার। পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিতে ১৬ নভেম্বর ২০১৮ সকাল ৮টায় অনুষ্ঠিত হলো রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী ফেইসবুক গ্রুপ কর্তৃক আয়োজিত এবং জেলা প্রশাসন, নোয়াখালী ও নোয়াখালী পৌরসভার সহায়তায় “পরিচ্ছন্ন নোয়াখালী” কার্যক্রম। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে তদারকি করেন জনাব তন্ময় দাস, জেলা প্রশাসক, নোয়াখালী এবং আরো উপস্থিত ছিলেন নোয়খালী পৌরসভার ৪নং ওয়ার্ডের কমিশনার ও প্যানেল মেয়র জনাব রতন কৃষ্ণ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক, এ.ডি.সি শিক্ষা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সকল নির্বাহি ম্যাজিস্ট্রেটগণ, প্রকৌশলী নোয়াখালী পৌরসভা সহ আরো অনেকে।

সূচনালগ্ন থেকে এই গ্রুপটি বিশেষ করে নোয়াখালী জেলার পরিচ্ছন্নতা নিয়ে গুরত্বসহকারে কাজ করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় আজ আয়োজিত হলো এই “পরিচ্ছন্ন নোয়াখালী” কার্যক্রম। আজকের এই আয়োজনে আরো যারা অংশ গ্রহন করেছিলো, নোয়াখালী পৌরসভা, পরিবেশ অধিদপ্তর, রেড ক্রিসেন্ট নোয়াখালী, স্কাউট নোয়াখালী ও গ্রুপের বিভিন্ন সদস্য ও সাধারণ পথচারী। আজ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তা ও পৌর পার্কে এই পরিচ্ছন্নতা কার্যক্রমে সকলে অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক মহোদয় গ্রুপের এই কার্যক্রমের সাথে ভবিষ্যতে যুক্ত থাকা ও সহায়তার আশ্বাস প্রদান করেন। তিনি সন্তুষ্টি প্রকাশ করে বলেন এভাবে সবাই স্বেচ্ছাশ্রমে এগিয়ে এলে একদিন নোয়াখালী গ্রীন সিটিতে রূপ নিবে। এবং এই গ্রুপকে সাথে নিয়ে আরো পরিচ্ছন্নতার অনুষ্ঠান পরিচালনা করবেন বলে জানান। অনুষ্ঠানে গ্রুপের পক্ষে থেকে জানানো হয় ভবিষ্যতে তাদের নোয়াখালী ভিত্তিক এই পরিচ্ছন্নতা কার্যক্রম আরো বেগবান হবে।

সময় নিউজে আমাদের রিপোর্টঃ http://www.somoynews.tv/pages/details/136031?fbclid=IwAR1HVJs9zits5beMXTYUZyzGhFlWl_zW6KD921ap8wAPckJb4pSFD51wJw8

উত্তরণ বার্তায় আমাদের রিপোর্টঃ http://www.uttaranbarta.com/news_details.ph_prdn