প্রায় দেড় বছর ধরে আরডিএন কাজ করছে একটি সুন্দর পরিচ্ছন্ন নোয়াখালী জেলা তৈরি করার জন্য। আমাদের উদ্যোগ খুব ছোট আকারে কিন্তু কথায় আছে না ছোট ছোট বালু কনা বিন্দু বিন্দু জল আর সেই বিশ্বাস থেকেই আমরা লড়ে যাচ্ছি আজও। একদিন সফল হবোই। সেই ধারাবাহিকতায় আজ ছিলো আমাদের ৬ষ্ঠ আয়োজন। আমরা দুই ভাবে কাজ করি ১। পাবলিক স্থানগুলোতে পরিচ্ছন্নতা সচেতনতা কার্যক্রম ও ২। শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা সচেতনতা কার্যক্রম। দুটি মিলিয়েই আমাদের পরিচ্ছন্ন নোয়াখালী কার্যক্রম। পরিচ্ছন্ন শিক্ষাঙ্গন কার্যক্রমে আজ আমরা উপস্থিত ছিলাম টিসিএম শিশু নীড় ১ ও ২ দুটি স্কুলে একটি জাহানাবাদ অন্যটি নিত্যানন্দপুর, সদর, নোয়াখালীতে। একই সাথে কোমলমতি শিশু কিশোরদের মাঝে পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দিতে আজ ছিলো এই আয়োজন।
** আজ আমরা শপথ করিয়েছি পরিচ্ছন্ন থাকার,
** আমরা শিখিয়েছি কি করে পরিচ্ছন্ন থাকতে হয়,
** জানিয়েছি কি করে সচেতন ভাবে বাঁচতে হয়,
** হাতে কলমে প্রতিযোগিতামূলক পরিস্থিতির মাধ্যমে শিখিয়েছি কি করে বিদ্যালয়ের মাঠ ও শ্রেণীকক্ষ পরিচ্ছন্ন রাখতে হয়,
** দেখালাম কি করে সঠিক নিয়মে হাত ধুতে হয়,
** আর সব শেষে আমরা বিদ্যালয়ের চত্তরে ১০টি মহামূল্যবান গাছ রোপন করি (৫টি ফলজ ৫টি বনজ)।
একই সাথে গ্রুপের একজন সম্মানীত দাতার সৌজন্যে আমরা স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হয় ৪টি বক্স ফ্যান। “পরিচ্ছন্ন শিক্ষাঙ্গন কার্যক্রম” – যার মাধ্যমে আমরা ছড়িয়ে দিতে চাই পরিচ্ছন্নতার বার্তা একেবারে কোমলমতি শিক্ষার্থী থেকে শুরু করে তরুন যুবকটির কাছে। শিশুরা দেশের ভবিষ্যৎ আর এদেরকে যদি সঠিক শিক্ষা দেয়া যায় তারা সেই শিক্ষা ছড়িয়ে দিবে তাদের পরিবারে, বন্ধুদের মাঝে সর্বোপরী দেশের কল্যাণে। আমাদের মূল লক্ষ হলো একটি শিক্ষাঙ্গন পরিচ্ছন্ন হওয়া মানে এর সাথে সাথে যত শিক্ষার্থী আছে সকলের পরিবার ও তাদের নিজদের মানসিকতার পরিবর্তন করে সমগ্র নোয়াখালী জেলায় এই পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দেয়া।
এবারের স্কুল ছিলোঃ
টিসিএম শিশু নীড় ১ ও ২
তারিখঃ ২০ জুন ২০১৯ (বৃহস্পতিবার)
মোট শিক্ষার্থী ১৬০জন।