স্বেচ্ছাসেবীদের মানোন্নয়নে – কি ভাবে একজন ভালো স্বেচ্ছাসেবী হওয়া যাবে এই শিরোনামে, সফট স্কিল ডেভেলপমেন্ট এর উপর ড্রীম লাইট অব হেল্প সেন্টার কর্তৃক আয়োজিত এবং রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী – আরডিএন এর সার্বিক সহযোগিতায় যৌথ ভাবে অর্ধ দিবসের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
১৩ মে সকালে নোয়াখালী পৌরসভার বীর মুক্তিযোদ্ধা রবিউল হোসেন কচি কনভেনশন সেন্টারে সম্মিলিত সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, নোয়াখালী এর জন্য এই বিশেষ আয়োজন করা হয়।
কিভাবে ভালো স্বেচ্ছাসেবী হওয়া যায়, কিভাবে সামাজিক কাজ গুলো সুন্দরভাবে করা যায় এসব বিষয় সহ স্বেচ্ছাসেবীদের আনুষঙ্গিক বিষয় নিয়ে “সফট স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং ফর ভলেন্টিয়ার” নামে এই সেমিনারটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় যুব ও ক্রীড়া কাউন্সিলের সদস্য আমিয় প্রাপন চক্রবর্তী, বাংলাদেশ শিক্ষক সমিতি নোয়াখালী সদর উপজেলা শাখার সভাপতি এবং ড্রীম লাইট অব হেল্প সেন্টারের উপদেষ্টা এ.বি.এম. আব্দুল আলীম, নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সদস্য এবং ড্রীম লাইট অব হেল্প সেন্টারের উপদেষ্টা আলা-উদ্দিন।
এছাড়াও বিভিন্ন সংগঠনের প্রধান সহ, জেরিন ফাহমিদা, কাদের রাসেল, চন্দন বাবু, রনি শীল, পারভেজ মোল্লা, হোসাঈনুল বাসার সিয়াম সহ স্বেচ্ছাসেবী ও আরো অনেকে উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে জেলার ১৮ টি সংগঠনের মোট ১০০ স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন।