অতিরিক্ত জেলা প্রশাসকের সাথে সাক্ষাত

মোঃ নোমান হোসেন প্রিন্স স্যার বা ভাই যাই বলি দাবী নিয়েই বলা যায় তিনি একজন মাটির মানুষ, আমাদের মানুষ।। আমাদের এলাকার সন্তান। কতোটা চমৎকার, কতটা বিনয়ী, কতোটা অতিথিপরায়ণ আজ সাক্ষাত না হলে বুঝতাম না। অনেকটা সময় নিয়ে কথা বলেছেন আমাদের সাথে। রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী – আরডিএন গ্রুপের ওয়েবসাইট খুটে খুটে দেখেছেন কি কি করি। উনি নিজেই আইটির মানুষ তাই আমাদের গ্রুপের ওয়েবসাইটে আমাদের সূচনালগ্ন থেকে সকল কর্মকাণ্ড দেখে বেশ খুশি হলেন কথা বললেন, পরামর্শ দিলেন, সামনে আমাদের সাথে থাকার ব্যাপারেও আশা ব্যাক্ত করেছেন।। ধন্যবাদ জানাই স্যারকে।।