নোয়াখালী মুক্তমঞ্চে পরিচ্ছন্নতা কার্যক্রম

সামনে আসছে মুক্তিযুদ্ধের বিজয়ের মাস ডিসেম্বর। মহান মুক্তিযুদ্ধে নোয়াখালী একটি ঐতিহ্যবাহী জেলা। ১৯৭১ সালের ৭ ডিসেম্বর আমাদের প্রাণের জেলা নোয়াখালী হানাদার মুক্ত হয়। আর নোয়াখালী জেলার সকল বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ও নোয়াখালী মুক্ত দিবস স্মরণে তৈরিকৃত নোয়াখালী মুক্ত মঞ্চ এই জেলায় ভীষণ গুরুত্বপূর্ন একটি স্তম্ভ। রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী – আরডিএন গ্রুপ তাঁর সূচনা লগ্ন থেকেই এই জেলার পরিচ্ছন্নতার ব্যপারে বিশেষ অবদান রেখে আসছে যার লক্ষে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। আমাদের দুটি বৃহৎ কার্যক্রমের ১টি হলো পরিচ্ছন্ন নোয়াখালী কার্যক্রম আর অন্যটি হলো পরিচ্ছন্ন শিক্ষাঙ্গন কার্যক্রম। সেই পরিচ্ছন্ন নোয়াখালী কার্যক্রমের আওতায় আজ আমাদের আরডিএন এর ভলেন্টিয়াররা মিলে সদর থানার সামনে নোয়াখালী মুক্তমঞ্চের পরিচ্ছন্নতার কাজ আজ ২৭-১১-২০২০ সকাল ৭টায় সুন্দর ভাবে সম্পন্ন করি। যা ছবিতেই পার্থক্য বুঝতে পারবেন। একই সাথে নোয়াখালী পৌরসভার নিকট বিশেষ অনুরোধ যাতে এই স্থানটি সারা বছর নিয়মিত ও স্থায়ীভাবে পরিচ্ছন্ন করে রাখার পদক্ষেপ নেয়া হয়। একই সাথে পৌরসভা কতৃপক্ষের কাছে অনুরোধ থাকবে যেন আগামী ছয় তারিখের আগেই মুক্তমঞ্চের আশেপাশে যত ময়লা আছে সবগুলোই যেন যথাস্থানে নিয়ে যায় এবং থানার সামনে যে দোকানগুলো আছেন সবাইকে নিষেধ করত যেন ময়লা আবর্জনাগুলো ছড়িয়ে ছিটিয়ে না ফেলে একটা জায়গায় স্তুপ করে রাখেন। আমরাও আজ বলে এসেছি যে ময়লা গুলো যেনো এলোমেলো ভাবে না ফেলে। তারা আমাদের কথা দিয়েছেন যে আর এলোমেলো ভাবে ফেলবেনা।আর মুক্তমঞ্চের সামনে একটা ভাঙ্গা ট্রাক পরে আছে দীর্ঘদিন যাবত। এই ট্রাকটির করানে মুক্তমঞ্চের সৌন্দর্যটাই বিলীন হয়ে গেছে এবং মানুষ এখানে ময়লা আবর্জনা ফেলতে তাই দ্বিধাবোধ করছে না।জেলা প্রশাসন, পৌরসভা এবং সুধারাম থানা কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের স্বদিচ্ছাই হতে পারে সুন্দর একটি মুক্তমঞ্চের পরিবেশ।ধন্যবাদ। আমাদের এই পরিচ্ছন্ন নোয়াখালী কার্যক্রম কার্যক্রম অব্যহত থাকবে। সকলের সহযোগিতা পেলে এই ধরনের কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়। ধন্যবাদ সকল সদস্যদের আজ যারা এই কার্যক্রমে অংশ নিয়েছিলো।