নতুন বছরে নতুন বই উৎসব – জানুয়ারি ০১, ২০২০

আজ একটা নতুন বছর। নতুন দিন শুরু। এই দিনে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর এক চমৎকার উদ্যোগে বিতরণ করা হয় সারা দেশের সকল স্কুলে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ। আরডিএন তাই বেছে নিলো এই দিনটা। কারন কথায় আছে বছরের প্রথম দিন সুখ বিলালে সারা বছর সুখে কাটে। আমাদের ইচ্ছে ছিলো এমন কিছু দিয়ে ২০২০ সাল শুরু করা যাতে আমাদের টিম মেম্বার যারা আছে তারা পুরোনো বছরের সকল দুঃখ, কষ্ট, হতাশা ভুলে গিয়ে একদম নতুন ভাবে শুরু করতে পারে নতুন উদ্যোমে। আর তাই এই সুন্দর শুরুতে কচিকাঁচাদের চেয়ে মোক্ষম উপলক্ষ আর কিইবা হতে পারে? আমাদের একটা উদ্যোগ ছিলো সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের কিন্তু তাতে একটা সমস্যা ছিলো খুঁজে খুঁজে ছাত্র/ ছাত্রী বের করতে হতো। আর আমরাও চাচ্ছিলাম এমন কিছু করতে যাতে এক ঝাঁক শিশু কিশোরকে এক সাথে পাওয়া যায় যাতে করে একসাথে অনেকগুলো হাঁসি দেখতে পাই আমরা। এই সব কিছুর মেল বন্ধন ঘটাতে গিয়ে খুঁজে পেলাম প্রিয় বাপ্পী ভাইদের  পরিচালত স্কুল আজিজুর রহমান খান, এবিএম সাইফুল্লাহ টিসিএম শিশু নীড়। যা ছিলো আমাদের চাওয়া আর পাওয়ার সমন্বয়। যাই হোক প্রায় পুরো একটা দিন কাটালাম আমরা এই স্কুলের বাচ্চাদের সাথে। সরকারের পাঠ্যবই এর সাথে সাথে আমরা প্রত্যেক ছাত্র/ ছাত্রীর হাতে তুলে দিয়েছি বেশ কিছু শিক্ষা উপকরণ যা আশা করি প্রায় অর্ধ বার্ষিক প্রয়োজনীয়তা মেটাবে তাদের। আমরা তাদের হাতে তুলে দিয়েছি খাতা বানানোর কাগজ, কলম, পেন্সিল, ইরেজার ইত্যাদি। একই দিনে আমরা তাদের সচেতন করেছি বাল্যবিবাহ, নিরাপদ সড়ক, ডেংগু ও পরিচ্ছন্নতা নিয়ে। গ্রুপের বেশ কজন ডোনারের সহায়তায় ও আমাদের গ্রুপের একঝাঁক অন্তপ্রাণ ভলেন্টিয়ারদের  কল্যাণে আজকের এই অনুষ্ঠান চমৎকার ভাবে শেষ হলো। বিশেষ ধন্যবাদ জানাই আমাদের আরডিএন গ্রুপের নিয়মিত ডোনারদের  আশা করি একই ভাবে ২০২০ সালে আরডিএন আরো অনেক বেশি কাজে সংযুক্ত হবে।

 আজকের শিক্ষা উপকরণ বিতরণের স্থানঃ
আজিজুর রহমান খান, এবিএম সাইফুল্লাহ টিসিএম শিশু নীড় ১ ও ২ (দুটি স্কুল)
জাহানাবাদ, দানা মিয়ার বাজার, ১১নং নেওয়াজপুর, নোয়াখালী
 ছাত্র/ ছাত্রীর সংখ্যাঃ ২৫০জন