আলো জ্বেলে যাই – সহায়তা প্রজেক্ট

তীব্র গরমে আমরা এখন ফ্রিজের ঠান্ডা পানি পান করতে করতে হয় এসির নিচে বিশ্রাম করি বা তা না হলেও অন্তত ফ্যানের বাতাসেও শরীর জুড়াই। সারা দিনে বিদ্যুৎ না থাকলেও অন্তত কিছুটা সময় হলেও যা পাই তাতে ঘুমটা তো হয়! ভাবেন তো এমন অবস্থায় ৬/৭ মাসের একটা বাচ্চাকে সারা দিন রাত হাত পাখা দিয়ে বাতাস করতে হচ্ছে।। তার বাসায় বিদ্যুৎই নাই!! হুম ঠিক শুনেছেন এই সময়ে এসেও নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার মতো জায়গায় একটা পরিবার আছে যাদের ঘরে বিদ্যুতের কানেকশন নাই!!!

কেনো এই স্মার্ট বাংলাদেশে এমন বৈষম্য হবে? বিভিন্ন এলাকা যখন শতভাগ বিদ্যুতায়িত তখন কেন এই বাচ্চাকে ও তার পরিবারকে বিদ্যুৎ বঞ্চিত থেকে হাত পাখা দিয়েই বাতাস করতে হবে?

হুম দোষ একটা অবশ্য তাদের আছে, তারা গরিব, ভীষণ গরিব। তাদের সামর্থ্য নাই বিদ্যুতের কানেকশন নেবার, ৮ সদস্যের পরিবার চলে মাত্র একজন রিক্সাচালকের আয়ে। আগে তার চাচার বিদ্যুৎ কানেকশন থেকে বিদ্যুৎ পেতো, প্রিপেইড মিটার করার কারনে চাচা এখন আর বিদ্যুৎ এর সাপোর্ট দেয় না। তাই এই তীব্র গরমে ২৪ ঘন্টা বিদ্যুৎ বিহীন এই পরিবার।

সরকারী লাইন নামাতে ৮-৭ হাজার টাকার মতো লাগবে, কিন্তু সদ্য কিছুদিন আগে বিয়ে করা ও সন্তান হওয়া রিক্সাচালকের পক্ষে ৮ সদস্যের খাবার জোগারের পর বাড়তি খরচ করা তো প্রায় অসম্ভব।।

নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামের রিক্সা চালক, পরিবারের সদস্য ৮ জন। এর মধ্যে তারা ভাই বোন ৪ জন ২ বোন ২ ভাই। বাবা মা ২ জন সহ তার স্ত্রী ও তার একমাত্র সন্তান। বাবা এক্সিডেন্ট করে ঘরে বসা। ভাই ছোট ১০/১১ বছর।৷

আমি আসলেই ভাবতে পারছি না ৬/৭ মাসের একটা বাচ্চাকে সারাদিন রাত শুধু হাত পাখা দিয়ে বাতাস দিতে হচ্ছে, এই আধুনিক যুগে এসেও এমন কষ্ট মানা যায় না।৷

আমরা আরডিএন গ্রুপের পক্ষ থেকে বিদ্যুতের কানেকশন (সরকারি লাইন) ব্যবস্থা করে দেয়ার কাজ শুরু করি।

মে মাসের তিন তারিখ থেকে আমরা কাজ শুরু করি, আমরা বিদ্যুৎ অফিসের যোগাযোগ করি এবং এ পরিবারটির জন্য বিদ্যুতের কানেকশন এর জন্য আবেদন করি।। সরকারি ফি জমা দেয়ার পর প্রায় দেড় মাস লাগে এই কানেকশনটি পেতে!! দেড় মাস পর আমরা মিটারটি সংগ্রহ করে বিদ্যুতের কানেকশন সম্পন্ন করে এই পরিবারটির মুখে হাসি ফোটাই।।

এই প্রজেক্টে মোট অর্থ সংগৃহীত হয়েছিল মোট ৮০০০/-
সরকারি কানেকশন ও মিটার চার্জ ৫৫০০/-
কানেকশন ও তারসহ অনুসাঙ্গিক খরচ ৪০০০/-

#আরডিএন_বিদ্যুৎ_সংযোগ