ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৬তম পরিচ্ছন্ন শিক্ষাঙ্গন কার্যক্রম

ভূমি পুনরুদ্ধার, মরুময়তা রোধ ও খরা সহনশীলতা অর্জন– এই প্রতিপাদ্য নিয়ে ৫ জুন পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস ২০২৪।

আর বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উপলক্ষে আজ রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী আরডিএন গ্রুপের পক্ষ থেকে নোয়াখালী, সদরের ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পালন করা হয় ১৬তম পরিচ্ছন্ন শিক্ষাঙ্গন কার্যক্রম, একই সাথে বিদ্যালয়ের জন্য আমরা প্রকৃতির অকৃত্রিম বন্ধু গাছের চারা বিতরণ করি।।

আজকের এই আয়োজনে আমরা কোমলমতি শিক্ষার্থীদের জরুরী সেবা, রাস্তা পারাপারের নিয়ম, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও সুরক্ষা, শ্রেণিকক্ষ ও নিজ বাড়ি ঘর পরিচ্ছন্ন রাখা সহ ছেলে ও মেয়ে শিশুদের “ভালো স্পর্শ ও মন্দ স্পর্শ” সম্পর্কে সম্মক ধারনা দেই, তাদেরকে জানাই ও বুঝাই যাতে করে এই ভালো চর্চা গুলো তাদের ব্যক্তিজীবনে ও সমাজের কাজে লাগাতে পারে।

রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী আরডিএন গ্রুপের নিয়মিত কার্যক্রমগুলোর একটি হলো এই “পরিচ্ছন্ন শিক্ষাঙ্গন কার্যক্রম” যা ২০১৮ সাল থেকে নিয়মিত এই আয়োজন করে আসছি।

এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো কোমলপ্রাণ শিশুদের জীবন গঠনে কিছু বাস্তবধর্মী শিক্ষা প্রদান করা। যা তাদের ভবিষ্যতে দারুন কাজে লাগবে এবং এগুলো তাদের ব্যক্তিজীবনেও দারুন প্রভাব বিস্তার করবে।

#পরিচ্ছন্ন_শিক্ষাঙ্গন_কার্যক্রম