আরডিএন এর অফিস রুম শুভ উদ্ভোধন

সেই ২০১৭ সালের ১৫ই জুলাই থেকে আমাদের কার্যক্রম শুরু, মানে আমাদের রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী – আরডিএন গ্রুপের। কিন্তু এতো দিন আমাদের কোন ঠিকানা ছিলো না। এতো দিনে অনেক অনেক কাজ করে ফেলেছি, যা আমাদের ওয়েব সাইট ব্রাউজ করলেই আমরা তৃপ্ত হই, কিন্তু আমরা আমাদের একটা ঠিকানা করার চেষ্টায় ছিলাম। অবশেষে সৃষ্টিকর্তার মহান কৃপায় আমরা ২৫ই ডিসেম্বর ২০২৩ আমাদের নিজস্ব একটি অফিস এর শুভ সূচনা করি। এখন থেকে আমাদের সকল কার্যক্রম এখান থেকেই শুরু হবে। এদিনে আমরা বাৎসরিক সাধারন সভা দিয়ে শুরু করি আমাদের অফিসের কার্যক্রম।

আশা করি এই অফিস আমাদের কাজের গতি আরো বহুগুন বাড়িয়ে দিবে একই সাথে আমরা নতুন নতুন উদ্যোগ নিয়ে এগিয়ে যাবো।