ছবির পঞ্চাশোর্ধ এই কাকার আজ (৭ই আগস্ট ২০২৩) ভীষণ আনন্দের দিন। ঠিক গুনে গুনে ৫ দিন আগে তিনি তাঁর চলাচলের এক মাত্র বাহন বাই সাইকেলটি হারিয়ে ফেলেন, হারিয়ে ফেলেন না বলে বলা ভালো চোর তা চুরি করে নিয়ে যায়। বাইসাইকেলটি হারিয়ে বেচারা একেবারেই ভেঙ্গে পরেন, কারন এটিই ছিলো তাঁর প্রতিদিনের দীর্ঘ পথের এক মাত্র বাহন। চাকুরে করেন মাত্র ৬০০০ বেতনের, তাও এতো দূরের পথ প্রতিদিন ২০ কিলো বাইসাইকেল চালিয়ে আসা-যাওয়া।
আমাদের গ্রুপের এডমিন চন্দন দাদার নজরে আসে বিষয়টি এবং তিনি আমাকে জানান গ্রুপের পক্ষ থেকে কিছু করা যায় কিনা, আমিও কোন কিছু চিন্তা না করেই পোস্ট করলাম গ্রুপে ও আমার ব্যক্তিগত ওয়ালে। অবাক করা বিষয় হলো পোস্ট করার মাত্র ৮-১০ মিনিটের মধ্যে বেশ কজন আমার সাথে যোগাযোগ করেন এবং সাইকেলটি কিনে দিতে আগ্রহ প্রকাশ করেন। আমি ক্রমানুসারে প্রথম ৩ জনকে জানাই এবং তাঁদের সহায়তায় মোট ৯০০০/- সংগ্রহ করি বাইসাইকেলটি কিনে দিতে।
আজ ছিলো সেই শুভ দিন, আজ আমরা কাকার হাতে তুলে তুলে দিলাম বাইসাইকেলটি। আরডিএন শুরুর পর থেকে আমাদের মূল লক্ষ্যই ছিলো নোয়াখালীর মানুষের জন্য কিছু করার চেষ্টা করা। তারই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন সময়ে হতদরিদ্র শিক্ষার্থীদের পড়ালেখার ফিস ও বই কিনে দেয়া, দরিদ্র রোগীদের চিকিৎসায় আর্থিক সহায়তা, অসহায় কোন মানুষের জীবিকার অনুষঙ্গের ব্যবস্থা করে দেয়ার কাজ করে যাচ্ছিলাম। আজ আমাদের সেই পালে যুক্ত হলো আমাদের এই কাকার জন্য তাঁর পথচলার বাহনটি সংগ্রহ করে দেয়ার কাজটি।।
মোট ৮৮০০/- দিয়ে ছবির এই সাইকেলটি আমরা আরডিএন গ্রুপের পক্ষ থেকে সম্মানিত অনুদান দাতাদের সহায়তায় কাকার হাতে তুলে দেই। আজ এই মহতি উদ্যোগে আমাদের সাথে ছিলেন আমাদের গ্রুপের সম্মানিত উপদেষ্টা জনাব আশেক এলাহী ভাই এবং আমাদের গ্রুপের ভলেন্টিয়াররা।
ধন্যবাদ জানাই গ্রুপ এডমিন চন্দন দাদাকে বিষয়টি দৃষ্টিগোচরে এনে অসহায় কাকার পাশে রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী – আরডিএন গ্রুপকে দাঁড়াবার সুযোগ করে দেবার জন্য, একই সাথে ধন্যবাদ জানাই আমাদের আহ্বানে সাড়া দিয়ে সম্মানিত অনুদান দাতা যারা ছিলেন, আরো ধন্যবাদ জানাই গ্রুপের টিম মেম্বার ভলন্টিয়ারদের যারা সুন্দর ভাবে এই কাজ সম্পন্ন হতে সহায়তা করেছে।।
ছবিগুলো কাকার অনুমতি নিয়েই পোস্ট করা হয়েছে, তবুও স্টিকার দিয়ে মুখ ঢেকে দিলাম ও নাম গোপন রাখলাম, কাউকে অসম্মান করার ইচ্ছে আমাদের নেই।।
ধন্যবাদ। সবাই আমাদের ভালো কাজের সাথে থাকবেন, এভাবে এগিয়ে আসবেন বিভিন্ন উদ্যোগে।।
৭ই আগস্ট ২০২৩