দরিদ্র ছাত্রকে বই উপহার

ভালো কিছু করার আনন্দঃ
সাহায্য আপনাদের মাধ্যম আরডিএন গ্রুপঃ

(১০ মে ২০২৩) দুই দিন আগে আমাদের এক স্বেচ্ছাসেবী জানায় দরিদ্র একজন ছাত্রের জন্য এক সেট এইচ এস সি মানবিক বিভাগের বই লাগবে, গাইড বই ও মূল বই। সে অনুযায়ী আমরা গ্রুপে পোষ্ট দেই। এবং ভালো লাগার বিষয় হলো পোষ্ট করার ১/২ ঘন্টার মধ্যেই আমাদের একজন প্রিয় শুভাকাঙ্ক্ষী আমাকে মেসেজ দেয় উনি তার জন্য বই গুলো দিতে চান আর অবশ্যই এই দানের কথা কাউকেই জানানো যাবে না। সেই অনুযায়ী আমরা আজ স্বেচ্ছাসেবীর হাতে তুলে দিলাম বইগুলো। (এখানে সব বইএর ছবি নেই) আর অবশ্যই আমরা ছাত্রের ছবি দিয়ে তাকে হেয় করতে চাই না। তাই বই এর ছবিগুলো শুধু দিলাম নমুনা হিসাবে।।

ধন্যবাদ আমাদের স্বেচ্ছাসেবীকে আমাদেরকে জানানোর জন্য আর অনেক অনেক বেশি ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাদের শুভাকাঙ্ক্ষীকে যিনি পোষ্ট দেখা মাত্রই এই বই গুলো কেনার টাকা দিয়ে আমাদের বাধিত করেছেন।।

আপনিও এগিয়ে আসুন ছোট ছোট কাজে, দেখবেন মনে প্রশান্তি আসবে।।

#আরডিএন_বই_বিতরণ