আকবেটের সৌজন্যে RDN এর মেডিকেল ক্যাম্প: ০৫/১০/২০২৪ ইং নোয়াখালী সদরের নেয়াজপুর এলাকায়। প্রায় ৪৫০ এর অধিক মানুষের জন্য এই মেডিকেল ক্যাম্প পরিচালিত হয় সকাল থেকে বিকেল অব্দি, বিশেষজ্ঞ চিকিৎসক ও প্যারামেডিকের দ্বারা ও আকবেট এর সহায়তায় Royal District Noakhali – রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী আরডিএন এর মাধ্যমে আয়োজিত হয় এই মেডিকেল ক্যাম্প।
আজকের মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা চিকিৎসা পত্র এবং বিভিন্ন ধরনের ঔষধ, পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট সহ প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয় বন্যায় আক্রন্ত প্রায় ৪৫০ জনেরও অধিক মানুষের জন্য। দারুন একটি আয়োজনে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আয়োজনকে সফল করে তোলে।।