সর্বশেষ আপডেটঃ ২২-০৯-২০২৪
আরডিএনের সমন্বয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও দেশের বিভিন্ন এলাকা থেকে আগত দাতাদের সৌজন্যে যৌথ ত্রাণ বিতরণ কার্যক্রম:
১। Symphony বাংলাদেশ ফ্যানেটিক ক্লাব এর সৌজন্যে ১০০ প্যাকেজ বিতরণ – বেগমগঞ্জ দিঘীর জান, রামপাড়া এলাকায়।।
২। গাজীপুর স্বেচ্ছাসেবী সংগঠনের সৌজন্যে ২০০ প্যাকেজ বিতরণ – রসুলপুর ও দুর্গাপুর, বেগমগঞ্জ এলাকায়
৩। চট্টগ্রামের এই সংগঠন – ৭৫ প্যাকেজ বিতরণ মাইজদি স্টেশন ২টি আশ্রয় কেন্দ্রে
৪। নোয়াখালী দেবালয় টিমের সৌজন্যে ১৫০ প্যাকেট বিতরণ সেনবাগ গোবিন্দপুর ঠেকার হাঁট এলাকায়।
৫। স্বেচ্ছাসেবী সুমনের সৌজন্যে – ৫০ প্যাকেট বিতরণ সোনাইমুড়ী বড়্গ্রাম এলাকায়
৬। CWFD এর সৌজন্যে ৫০০ ওরস্যালাইন ও ৭ কার্টন এনার্জি বিস্কুট বিতরণ কেন্দ্রের নাম: কৃষ্ণরামপুর উচ্চ বিদ্যালয়, রাজগঞ্জ এলাকায়।
৭। নোয়াখালী ব্লাড ফাইটার্স এর সৌজন্যে ও Royal District Noakhali – রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী এর সমন্বয় ও সহযোগিতায় মাইজদী ষ্টেশন এরিয়া, নুরজাহান মাদ্রাসা ও ফিরোজ আবাসিক এলাকায় মোট ১৫০ জনের দুপুরের খাবার বিতরণ করা হয়।
৮। ঢাকার একটা টিম চাটখিলে আরডিএন এর সমন্বয়ে অধিকার কর্মী স্বেচ্ছাসেবী এর সহায়তায় প্রায় ২০০ এর অধিক ত্রাণ সাহায্য বিতরণ করে।।
৯। আকবেটের সৌজন্যে RDN এর মেডিকেল ক্যাম্প: ২১/০৯/২৪ ইং নোয়াখালী সদরের আইন্না লাসা এলাকায়। প্রায় ৪৫০ এর অধিক মানুষের জন্য এই মেডিকেল ক্যাম্প পরিচালিত হয় সকাল থেকে বিকেল অব্দি, বিশেষজ্ঞ চিকিৎসক ও প্যারামেডিকের দ্বারা ও আকবেট এর সহায়তায় Royal District Noakhali – রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী আরডিএন এর মাধ্যমে আয়োজিত হয় এই মেডিকেল ক্যাম্প।
আজকের মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা চিকিৎসা পত্র এবং বিভিন্ন ধরনের ঔষধ, পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট সহ প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয় বন্যায় আক্রন্ত প্রায় ৪৫০ জনেরও অধিক মানুষের জন্য।
দারুন একটি আয়োজনে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আয়োজনকে সফল করে তোলে।।
আরডিএন এর একক কার্যক্রম সমুহ:
বেগমগঞ্জ রামপুর স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে – ৫০০০ টাকার মেডিসিন বিতরণ
আরডিএন এর পক্ষ থেকে মোট ১০০ প্যাকেট শুকনা খাবার হাসান হাঁট, কাদির হানিফ, মাইজদি স্টেশন এলাকায় বিতরণ
আরডিএন এর পক্ষ থেকে ১৫ পরিবারকে ভারী খাবার (চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ) বিতরণ খালিশা টোলা ও জামাল নগর চরমটুয়া এলাকায়
কৃষ্ণ রামপুর উচ্চ বিদ্যালয়, রাজগঞ্জ আশ্রয় কেন্দ্রে ২ দফা প্রায় ৬ হাজার টাকার মেডিসিন বিতরণ (স্যালাইন, ক্রিম, নাপা, গ্যাস্ট্রিকের ওষুধ ও পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট
বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের জন্য আরডিএন এর পক্ষ থেকে প্রায় ৫৫০০+ পানি বিশুদ্ধিকরন ট্যাবলেট বিতরণ, ৬০০+ স্যানিটারি ন্যাপকিন, ৫০০+ স্যালাইনসহ প্রায় ১০ হাজার টাকার বিভিন্ন মেডিসিন বিতরণ করা হয়।
আরডিএন এর পক্ষ থেকে ৭ পরিবারকে ভারী খাবার বিতরণ (চাল, ডাল, আলু, তেল)
একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে আরডিএন এর পক্ষ থেকে ৩০০০ টাকা অনুদান
ভব রঞ্জন মেস্ত্রী বাড়ি, চর বজলুল করিম, চর আমানুল্লাহ, সুবর্নচর, ও নোয়াখালী সদরে জয় কৃষ্ণপুর এলাকায় বেশ কটি পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়।
নোয়াখালী সদরের রেল লাইনের পূর্বদিকে, হাসান হাট, ফতেহপুর এলাকায় বেশ কটি পরিবারের মাঝে শুকনা ও ভারী ত্রাণ সহায়তা বিতরণ করা হয়।
নোয়াখালী সদরের আনসার ক্যাম্প এলাকায় বেশ কিছু পরিবারের মাঝে মেডিসিন ও শুকনা খাবার বিতরণ করা হয়।
নোয়াখালী সদরের রেল লাইনের পূর্বদিকে, হাসান হাট এলাকায় বেশ কটি পরিবারের মাঝে মেডিসিন সহায়তা বিতরণ করা হয়।
চলমান –