আলোকিত মানবিক অর্গানাইজেশন আয়োজিত আলোকিত হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৪ এর দিন ব্যাপী কার্যক্রমে উপস্থিত থেকে রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী – আরডিএন গ্রুপের স্বেচ্ছাসেবীরা সর্বাত্বক ভাবে সহায়তা করে।
অনুষ্ঠানের একেবারে শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে Royal District Noakhali – রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী – RDN এর পক্ষ থেকে বিজয়ী ২০জন হাফেজের হাতে মহামূল্যবান পুরস্কার নিম গাছের চারা তুলে দেয়া হয়।।
বি:দ্র: ২০২৩ সালের মতো ২০২৪ সালেও আমরা প্রচুর বৃক্ষরোপণ ও বিতরণ কার্যক্রম পরিচালনা করবো।।