বৃক্ষে বাঁচুক ধরনী, সবুজে বাঁচুক প্রাণ – এই স্লোগান সামনে রেখে রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী আরডিএন গ্রুপের বিশেষ উদ্যোগ ও নোয়াখালী পৌরসভার সহায়তায় “পরিচ্ছন্ন নোয়াখালী কার্যক্রম” এর আওতায় এবার পরিচ্ছন্ন হলো নোয়াখালী প্রধান সড়কের রোড ডিভাইডার ও ডিভাইডারের গাছের গোড়াগুলো।
তীব্র গরমে মানুষের অবস্থা ভীষণ সঙ্গিন। যা একটু টিকে আছে বৃক্ষের অবদানেই। সারা বিশ্বে বৈশ্বিক উষ্ণতা এমন ভাবে প্রভাব ফেলছে তা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। প্রকৃতির এমন প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার লড়াইয়ে সব থেকে ভালো মাধ্যম হতে পারে বৃক্ষ। বৃক্ষ রোপন যেমন জরুরী তেমনি তার পরিচর্যা করে, টিকিয়ে রাখা তার থেকেও বেশি জরুরী। আজ বৃক্ষরোপণ করুন, বৃক্ষের যত্ন নিন আগামী ১০ বছর পর বৃক্ষ আপনাকে দুহাত ভরে দিবে।
Royal District Noakhali – রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী – RDN গ্রুপের নিয়মিত ও উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে একটি হলো পরিচ্ছন্ন নোয়াখালী কার্যক্রম। এই লক্ষ্যে আজ ২৬ তারিখ শুক্রবার সকাল ৭টায় সুধারাম থানার সামনে থেকে টাউন হল পর্যন্ত চারলেন সড়কের ডিভাইডার ও এর গাছের গোড়া পরিচ্ছন্ন করা হয় এবং নোয়াখালী পৌরসভার সহায়তায় সেই গাছগুলোতে পানি দেয়া হয়, যাতে করে সবুজে সবুজে ভরে উঠে শহর।
মূলত এই কার্যক্রমের মাধ্যমে পৌরবাসীকে সচেতন করাই ছিলো আরাডিএন এর মূল লক্ষ্য। পৌরসভার যেমন দায়িত্ব রয়েছে, তেমনি নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব রয়েছে নিজের শহরকে পরিচ্ছন্ন রাখা। যত্রতত্র চিপস, বিস্কুটের প্যাকেট, জুস, পানির বোতল বা দোকানপাটের আবর্জনা কোন অবস্থাতেই রাস্তায় বা ডিভাইডারের উপর না ফেলাই হলো আমাদের নাগরিক দায়িত্ব।।
গ্রুপের স্বেচ্ছাসেবীরা এ সময় মাননীয় পৌর মেয়রকে আহ্বান জানান নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম করে শহরের সৌন্দর্য বর্ধন ও রোড ডিভাইডারে দৃষ্টিনন্দন সড়ক বাতি লাগানোর। একই সাথে পথচারী পারাপারের সুবিধার্থে সুপার মার্কেট ও মোহাম্মাদিয়া হোটেলের স্থানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণেরও দাবী জানায়।
আরাডিএন এর পক্ষ থেকে ভবিষ্যতে একই ধরনের কার্যক্রম পরিচালনা করার অংগীকার করা হয় এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ নাগরিককে এগিয়ে এসে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম করার আহ্বান জানানো হয়।।