বিংশ শতাব্দিতে পরিবর্তিত হয়েছে সকল ক্ষেত্র, বাদ যায় নি স্বেচ্ছাসেবা প্ল্যাটফর্ম গুলোও। সময়ের সাথে সাথে স্বেচ্ছাসেবার ধরন পরিবর্তিত হয়েছে। আর এই যুগের সাথে তাল মেলাতেই আমরা সিদ্ধান্ত নেই আমাদের স্বেচ্ছাসেবীদের জন্য স্পেশাল স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং আয়োজন করার। এই লক্ষ্যে আমাদের আরডিএন টিমের জন্য আমরা একটা স্পেশাল ট্রেনিং আয়োজন করেছি যাতে করে স্বেচ্ছাসেবীদের বেশ কিছু দক্ষতা উন্নয়ন করানো সম্ভব হয়।
গত ১৬ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ মাইজদিতে এফপিএবি ট্রেনিং রুমে আয়োজন করি এই স্পেশাল স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং – “Positive Mindset for Public Speaking” এতে অনেক এনালাইসিস করে বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক ও টেকনিক রাখা হয়। মূলত একজন স্বেচ্ছাসেবী যাতে পাবলিকলি স্পষ্ট, গুছিয়ে ও আত্মবিশ্বাস নিয়ে কথা বলতে পারে। এমন বিষয়গুলোই ধারনা দেয়া, চর্চা করা ও বিশদ আলোচনার সুযোগ দেয়া হয়।
মুলত – একজন ব্যক্তির দূর্বলতাগুলো, ও সামর্থ্যগুলো বুঝতে পারা, খুঁজে বের করা ও তা কিভাবে নির্ধারিত হয়, এবং একই সাথে কিভাবে তার উন্নতি ঘটানো সম্ভব। কিভাবে ইতিবাচক মনোভাব তৈরী করা সম্ভব ও তা ব্যক্তি জীবন, কর্মক্ষেত্রে প্রয়োগ করা যায় এর ব্যবহার কি ভাবে হয় ইত্যাদি শেখানো হয়। একই সাথে কিভাবে পাবলিক স্পিকিং এ দক্ষতা বৃদ্ধি করা যায়, কিভাবে স্পষ্ট ও সুন্দর গুছিয়ে কথা বলা ইত্যাদি টেকনিক শেখানো হয়।
বি:দ্র: নোয়াখালী জেলার যে কোন স্বেচ্ছাসেবী সংগঠন চাইলে এই ট্রেনিং আমি তাদের জন্য আয়োজন করতে পারবো। যোগাযোগ করলেই হবে।।