স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং ফর ভলেন্টিয়ার ফেইজ-১

২০২৪ সাল থেকে আরডিএন নতুন আঙ্গিকে তার যাত্রা শুরু করেছে নতুন উদ্দেশ্য নিয়ে। আমরা এ বছরটিকে একটু ভিন্নভাবে সাজিয়ে কাজ শুরু করেছি।। আমাদের নিয়মিত বিভিন্ন প্রজেক্টগুলোর সাথে সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো একটি প্রজেক্ট নিয়ে আমরা এবার কাজ শুরু করেছি। মূলত স্বেচ্ছাসেবী কাজকে ব্যাতিক্রমী ভাবে উপস্থাপন করার শুভ সুচনা করেছি জানুয়ারী মাস থেকেই। আর এই লক্ষেই আমরা একটা টিম তৈরি করছি যারা মূলত আরডিএন কে নিয়ে যাবে অন্য এক মাত্রায়।

আমরা আমাদের বর্তমান স্বেচ্ছাসেবীদের জন্য ২ দিনের স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং আয়োজন করেছিলাম, এবার আমরা সেই ট্রেনিং প্রদান করা স্বেচ্ছাসেবীদের দিয়েই একেবারে এতুন একটা স্বেচ্ছাসেবী দলকে গ্রুমিং এর কাজ শুরু শুরু করলাম, আজ ও আগামী সপ্তাহে ১ দিন মোট ২ দিনের বেসিক ও এডভান্স স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং আয়োজন করলাম। এই ট্রেনিং এর মাধ্যমে এই নতুন দলটি- স্বেচ্ছাসেবা, স্বেচ্ছাসেবী, সামাজিক বিভিন্ন দায়িত্ব ও কর্তব্য এবং সর্বোপরি রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী – আরডিএন গ্রুপের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত ও সম্যক ধারণা অর্জন ও প্রশিক্ষণ পায়।

আশা করি দারুন কিছু হবে পুরো ২০২৪ সাল জুড়ে আরডিএন এর সহযোগিতায় নতুন একটি ব্যানারে।।