২৫ই ডিসেম্বর ২০২৩ আমরা আমাদের স্টল ও আশেপাশের এলাকা পরিচ্ছন্ন করে শেষ করলাম ২০২৩ সালের মুক্তিযুদ্ধের বিজয় মেলায় Royal District Noakhali – রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী গ্রুপের কার্যক্রম।। বিগত বছরের মতো এই বছরও আমরা বিজয় মেলায় একটি স্টল রেখেছিলাম আমাদের কার্যক্রম গুলোর প্রদর্শনী করার জন্য।
একই সাথে প্রতিদিনই বিভিন্ন কার্যক্রম ছিলো মেলায় আগত দর্শনার্থীদের জন্য। তাঁরা আমাদের গ্রুপ সম্পর্কে জানতে পেরেছে, স্টলে বিনামূল্যে রক্তের গ্রুপ জেনে নিতে পেরেছে, একই সাথে বেশ কিছু প্রতিযোগিতার আয়োজন করা হয় স্টল ও ফেসবুক গ্রুপে।
বিভিন্ন দিনে নোয়াখালীর বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবীরা পরিদর্শন করেন, একই সাথে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক, জেলা পরিষদের চেয়ারম্যান সহ আরো অনেকেই স্টল পরিদর্শন করেন।
একই সাথে মেলায় আমাদের স্টলে মোট ৩টি সামাজিক সংগঠন (কুহক সমাজ কল্যাণ ও সাইবার অর্গানাইজেশন বাংলাদেশ, নোয়াখালী জনসেবা ব্লাড ফাউন্ডেশন ও Noakhali Blood Fighters) তাদের সামাজিক কার্যক্রম পরিচালনা করে। এটি আমাদের সাথে সমমনা সামাজিক সংগঠন গুলোর একটি ভাতৃপ্রতিম সম্পর্কের নিদর্শন স্বরূপ এই আয়োজন করা হয়।
২৪ই ডিসেম্বর ২০২৩ তারিখ আমরা বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করি ও মেলার কার্যক্রম সমাপ্তি ঘোষণা করি।