বিজয় মেলা ২০২৩ এ স্টল ও পরিচ্ছন্ন কার্যক্রম

মহা ধুমধামে সম্পন্ন হয়ে গেলো যথারীতি নোয়াখালীর সব থেকে বড় মিলনমেলা বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত বিজয় মেলা ২০২৩। বানিজ্য হলো, মিলনমেলা হলো, বিনোদিত হলো মানুষ কিন্তু কাজের কাজ কিছুই হয় নি। কারোই বিবেক জাগ্রত হয় নি, মানুষের নূন্যতম পরিচ্ছন্নতা বোধটুকুও তৈরি হয় নি। বিনোদিত হয়ে ঠিকই ফিরে গেছে সবাই যার যার বাসায়, বানিজ্য করে সবাই পকেট গরম করে বাসায় ফিরে গেছে। ফেলে গেছে টনকে টন ময়লা, পলিথিন, কাগজ, প্যাকেট, বক্স, কৌটা ইত্যাদি। কেউ একবারের জন্যও তার নিজের দায়িত্ব বোধ থেকে সামান্য হাতটুকুও লাগায় নি, লাগায় না এই নোংরা শহরটা পরিস্কারে। কিন্তু ফেসবুক ঘাটতে ঘাটতে ঠিকই বুলি কপচায় ইশ নোয়াখালী শহরটা কি নোংরা, কি অপরিচ্ছন্ন একেবারে যাচ্ছে তাই।

২৫ই ডিসেম্বর ২০২৩ আমরা আমাদের স্টল ও আশেপাশের এলাকা পরিচ্ছন্ন করে শেষ করলাম ২০২৩ সালের মুক্তিযুদ্ধের বিজয় মেলায় Royal District Noakhali – রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী গ্রুপের কার্যক্রম।। বিগত বছরের মতো এই বছরও আমরা বিজয় মেলায় একটি স্টল রেখেছিলাম আমাদের কার্যক্রম গুলোর প্রদর্শনী করার জন্য। একই সাথে প্রতিদিনই বিভিন্ন কার্যক্রম ছিলো মেলায় আগত দর্শনার্থীদের জন্য। তাঁরা আমাদের গ্রুপ সম্পর্কে জানতে পেরেছে, স্টলে বিনামূল্যে রক্তের গ্রুপ জেনে নিতে পেরেছে, একই সাথে বেশ কিছু প্রতিযোগিতার আয়োজন করা হয় স্টল ও ফেসবুক গ্রুপে।

বিভিন্ন দিনে নোয়াখালীর বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবীরা পরিদর্শন করেন, একই সাথে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক, জেলা পরিষদের চেয়ারম্যান সহ আরো অনেকেই স্টল পরিদর্শন করেন।