শীতবস্ত্র বিতরণ ২০২৩

রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী আরডিএন গ্রুপের সূচনা লগ্ন থেকে কয়েকটি নিয়মিত কার্যক্রমের মধ্যে একটি হল শীত বস্ত্র বিতরণ। তারই ধারাবাহিকতায় গত ২৪ নভেম্বর ২০২৩ আরডিএন গ্রুপের আয়োজনে ও গ্রুপের সম্মানিত অনুদান দাতাদের সহায়তায় আমরা সুবর্ণচর উপজেলার ৮ নং মোহাম্মদপুর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের ৮০টি পরিবারের মাঝে এবং একই সাথে আশেপাশের আরও বেশ ক’টি দরিদ্র ও অসহায় পরিবারকে, সব মিলিয়ে মোট ১০০টি পরিবারের মাঝে শীতবস্ত্র – বেশ ভালো মানের কম্বল বিতরণ করি।।

এ সময় গ্রুপের ভলেন্টিয়াররা সম্মিলিতভাবে উক্ত অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা করি। গ্রুপের ভলেন্টিয়াররা খুঁজে খুঁজে সঠিক ও অসহায় পরিবারকেই বেছে বেছে বের করেন এবং আজকে আমরা তাদের হাতেই এই শুভেচ্ছা উপহারটি তুলে দিই।।

ধন্যবাদ জানাই আজ সারাদিন যারা এই কার্যক্রমে যুক্ত ছিল, একই সাথে ওই এলাকার যিনি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছিলেন, এবং অবশ্যই যাদের কথা না বললেই নয় দেশ-বিদেশ থেকে যুক্ত গ্রুপের সম্মানিত অনুদান দাতা সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আরডিএন এর সাথে ধারাবাহিকভাবে যুক্ত থাকার জন্য।

আশা করি সামনের দিনগুলোতে এভাবেই সকলের সহযোগিতা পাবো এবং আমরা আমাদের এই নিয়মিত কার্যক্রম পরিচালনা করে যাব।।

#শীতবস্ত্র_বিতরণ_২০২৩

#আরডিএন_শীতবস্ত্র_বিতরণ_২০২৩