গত ০৭,০৮ ও ০৯ নভেম্বর তারিখে
UNFPA,CWFD & ধ্রুবতারা ফাউন্ডেশন (DYDF) কর্তৃক আয়োজিত নোয়াখালী জেলার ২৫ টি যুব সংগঠনকে নিয়ে ৩ দিন ব্যাপী Youth Leadership & Development Training এ আমি রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী(আরডিএন) এর পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে ছিলাম আমি জহিরুল ইসলাম।
ট্রেনিং এর বিষয়বস্তু ছিলো লাইফ স্কিল এডুকেশন, লিডারশীপ, পলিসি এডভোকেসী, ASRHR, Gender Based Violence ,Youth Platform ইত্যাদি। ট্রেনিং চলাকালীন সময়ে আমাদের উক্ত বিষয় গুলো সম্পর্কে ধারণা দেয়া হয় এবং কিশোর-কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রে প্রতিবন্ধকতাসমূহ ও বাল্যবিবাহের কারণ ও এর প্রতিকার নিয়ে গ্রুপওয়ার্ক করানো হয়।
সর্বশেষে নোয়াখালী ভিত্তিক এই ট্রেনিং এ একটি ইয়ুথ ফোরাম গঠন করে দেয়া হয় যার মাধ্যমে ভবিষ্যতে আমরা বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করতে পারি। ট্রেনিং এর সমাপনী দিনে আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারীদেরকে সার্টিফিকেট প্রদান করা হয়।
যুব কাউন্সিল এর সদস্য এবং ধ্রুবতারার সিইও Arka Chakraborty , UNFPA Bangladesh Program Manager ড: হৃদি , যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো: ইসহাক স্যার, CWFD প্রতিনিধি জনাব রনি এবং ধ্রুবতারার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব সাকিব এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপস্থিত ট্রেনার এবং অতিথিদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি যা ভবিষ্যৎ জীবন ও সংগঠন পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত ফলপ্রসূ হবে।
আমি আরডিএন এর প্রতিষ্ঠাতা এডমিন জনাব তপু সৌমেন এবং এডমিন প্যানেলের বাকি সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই ট্রেনিং এর জন্য আমাকে নির্বাচিত করার জন্য। আমি আশা করবো এই ট্রেনিং এ অর্জিত জ্ঞান দিয়ে আমি আরডিএন এর পথচলায় গর্বিত অংশীদার হতে পারবো।