আরডিএন’র বাৎসরিক গেট টুগেদার ২০২৩

প্রতি বছর আমরা রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী আরডিএন গ্রুপ ভলেন্টিয়ারদের জন্য একটি দিন বরাদ্দ রাখি সারা বছরের কর্মপরিকল্পনা, বাৎসরিক মিটিং, সারা বছরের কাজের হিসেব এবং একই সাথে একবেলা একসাথে খাবার আয়োজনের জন্য। এটি গ্রুপ শুরুর পর থেকে প্রতিবছরই আমরা নিয়ম করে পালন করে আসছি। এই দিনটি আমরা উৎসর্গ করি আমাদের ভলেন্টিয়ারদের জন্য। যারা সারা বছর অক্লান্ত পরিশ্রম করে রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী আরডিএন গ্রুপের সুনাম অক্ষুন্ন রাখছে। তাই স্বাভাবিকভাবেই একটি দিন তাদের প্রাপ্য।। আজ ০৩-১১-২০২৩ তারিখ শুক্রবার, সারাদিন আমরা ভুঁইয়ার হাঁট, সুবর্ণচর বিএডিসিতে সকল ভলেন্টিয়ার মিলে বাৎসরিক গেট টুগেদার উদযাপন করি৷ একই সাথে বাৎসরিক মিটিং, বিভিন্ন ভবিষ্যৎ পরিকল্পনা এবং আমাদের বিগত সময়ের কার্যক্রম পর্যালোচনা এবং ফিডব্যাক সংগ্রহ করি৷ আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হই ভবিষ্যতে আরও ভালো ভাবে গ্রুপের কার্যক্রমের সাথে সম্পৃক্ত হবো এবং বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কাজ করে যাব নতুন উদ্যমে৷

দিব ব্যাপী নানান আয়োজনে সাজিয়েছি আমরা এই দিনটিকে, সকালে মাইজদি থেকে বাসে করে আমরা পৌঁছে যাই সুবর্নচর বিএডিসি, যাত্রা শেষে আমরা ব্রিফিং এর পর নাস্তা শেষ করে মেতে উঠি বিভিন্ন ইভেন্টে। এখানে অংশগ্রহণ করে আমাদের ভলেন্টিয়ার ও তাদের পরিবার। এরপর নামাজের বিরতির পর আমরা লাঞ্চ শেষ করি এবং শেষে আমরা আমাদের গ্রুপ মিটিং পরিচালনা করি। সব শেষে বিভিন্ন ইভেন্টের পুরস্কার ও আকর্ষনীয় ইভেন্ট র‍্যাফেল ড্র করা হয়।

সারা বিএডিসি’র দৃষ্টিনন্দন চত্তরে আমরা ঘুরে বেড়াই, আনন্দ করি, এবং প্রতিজ্ঞাবদ্ধ হই আরডিএনকে বহু দূরে এগিয়ে নিতে।

ধন্যবাদ যারা আজকের দিনটিকে সফলতার মুখ দেখাতে সর্বোচ্চ পরিশ্রম করেছিল গত কয়েকদিন৷