২২-১০-২০২৩ রবিবার, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নোয়াখালীর প্রত্যন্ত অস্বচ্ছল মানুষের মাঝে আরডিএন এর উদ্যোগে কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে উপহার বিতরণ কার্যক্রম পরিচালনা করেছি আমরা। উক্ত অনুষ্ঠানে বেশ কিছু অসচ্ছল নারী, পুরুষ ও বাচ্চাদের মাঝে পূজার উপহার বস্ত্র সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন তপু সৌমেন, টিম অফ ভলেন্টিয়ার্স এর প্রতিষ্ঠাতা দূর্জয় ভৌমিক, জেলা পূজা উদযাপন কমিটির প্রচার সম্পাদক সুমন ভৌমিক ও আরডিএন সংগঠনের স্বেচ্ছাসেবীরা।
আয়োজনে: রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী – আরডিএন, টিম অফ ভলেন্টিয়ার্স ও সেচ্ছাসেবী নোয়াখালী।
স্থান: ভব রঞ্জন মেস্ত্রী বাড়ি, চর বজলুল করিম, চর আমানুল্লাহ, সুবর্নচর, নোয়াখালী।