মন সুন্দর যার, সে রাখে দেশ পরিষ্কার এই স্লোগান কে সামনে রেখে রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী-আরডিএন গ্রুপের সব থেকে বড় উদ্যোগ “পরিচ্ছন্ন শিক্ষাঙ্গন কার্যক্রম” ২০১৮ সাল থেকে নিয়মিতভাবে পরিচালনা করে আসছে।
তারই ধারাবাহিকতায় আজ আহমদিয়া সঃ প্রাঃ বিদ্যালয় নোয়াখালীতে আমরা আমাদের পরিছন্নতা কার্যক্রমের ১৫তম উদ্যোগ পরিচালনা করি।
শিক্ষাঙ্গন পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে আমরা ছাত্র-ছাত্রীদেরকে বিভিন্ন বিষয়ে, যেমন ডেংগু, চিকনগুনিয়া, সঠিক ভাবে হাত ধৌতকরণ, সরকারি জরুরী সেবাসমূহ, রাস্তা পারাপারের সঠিক নিয়ম, ও ব্যাক্তিগত হাইজিন, ইত্যাদি বিষয়ে সচেতন করতে সক্ষম হই। একই সাথে তারা কিভাবে তাদের শ্রেণী কক্ষ, বিদ্যালয় এবং পরিবার ও একইসাথে পরিবেশ পরিচ্ছন্ন রাখবে তা আমরা তাদেরকে বুঝিয়ে দেই।
শিক্ষার্থীরা পরিচ্ছন্ন থাকলে এবং একই সাথে তার শিক্ষাঙ্গন পরিচ্ছন্ন রাখলে এর সুফল ছড়িয়ে পরবে সমাজ, জেলা তথা সারাদেশে।। আজ আমরা সকল ভলেন্টিয়ার মিলে একই সাথে পুরো প্রাঙ্গণ পরিচ্ছন্ন কার্যক্রমের সাথে সাথে সবাইকে সচেতন করি পরিচ্ছন্নতার ব্যাপারে।
আজ আমাদের সাথে উপস্থিত ছিলেন আমাদের সম্মানিত উপদেষ্টা সাকিলা পারভিন ম্যাম, সহকারী অধ্যাপক, সোনাপুর কলেজ, সহ সভাপতি স্বাধীনতা শিক্ষক পরিষদ, নোয়াখালী জেলা শাঁখা।
এই অনুষ্ঠানের ধারাবাহিকতা শীঘ্রই আমরা পুরো জেলায় ছড়িয়ে দেবো।। ধন্যবাদ জানাই বিদ্যালয়ের প্রশাসনকে ও একই সাথে সকল শিক্ষক শিক্ষিকাকে। আর যাদের কথা না বললেই নয় প্রিয় ছাত্র-ছাত্রীবৃন্দ যারা ধৈর্য সহকারে আমাদের এই পরিচ্ছন্ন কার্যক্রম সফল হতে সহায়তা করেছে।