জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগ,নোয়াখালী এর আয়োজনে ১৫দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৩ এর সমাপনী দিবস ছিলো আজ ০৩ আগষ্ট ২০২৩। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলো সম্মিলিত সামাজিক স্বেচ্ছাসেবি সংগঠন নোয়াখালী এবং মেলায় স্টল পরিচালনা করে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, গেইমশো, বিনামূল্যে গাছের চারা বিতরণ ইত্যাদি কাজের জন্য সম্মাননা স্বরুপ জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয়, ও বন বিভাগের কর্মকর্তার কাছ থেকে সম্মাননা ক্রেস্ট এবং সার্টিফিকেট গ্রহণ করে সম্মিলিত সামাজিক স্বেচ্ছাসেবি সংগঠন নোয়াখালী।
উক্ত ক্রেস্ট নিয়ে প্রায় সংগঠনের স্বেচ্ছাসেবীরা বৃষ্টিস্নাত বিকালে মিলিত হয়ে স্টলে এবং বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে মেলার সম্মিলিত সামাজিক স্বেচ্ছাসেবি সংগঠন নোয়াখালীর স্টলের কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে সমাপ্তি করেন।
এ সময় উপস্থিত ছিলো বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা তারা ক্রেস্ট নিয়ে ফটোসেশন করেন।। বিশেষ করে রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী আরডিএন গ্রুপ ১৫দিন ব্যপী এই মেলায় প্রতিদিন বিভিন্ন কার্যক্রম নিয়ে উপস্থিত ছিলো স্টলে। উক্ত মেলায় গ্রুপের পক্ষ থেকে ডেংগু নিয়ে বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করা হয়।।
দারুন এই আয়োজন সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকল সংগঠন ও বিশেষ করে স্টলে যারা শুরু থেকে শেষ পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছে সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।।