বৃক্ষমেলা ২০২৩ এ আরডিএন

উপকূলীয় বনাঞ্চল ও জেলা প্রশাসন আয়োজিত বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৩ এর আজকের দিনে ২৮-০৭-২০২৩ তারিখে আমরা রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী আরডিএন গ্রুপ সম্মিলিত সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নোয়াখালীর স্টলে সময় দেই এবং সারা মেলায় আমরা বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করি।। যার মধ্যে উল্লেখযোগ্য হলে ডেঙ্গু নিয়ে সচেতনতা লিফলেট আমরা মেলায় আগত দর্শনার্থীদের হাতে তুলে দেই, একই সাথে আমরা পরিচ্ছন্ন থাকার ব্যাপারে সচেতন করি, এবং আমরা মেলায় বিভিন্ন জায়গায় পরিছন্নতা কার্যক্রম পরিচালনা করি।। আরডিএন গ্রুপের সকল ভলেন্টিয়ার আজকে উপস্থিত ছিল। আমরা আজকের দিনে সারা মেলায় দারুন একটি কার্যক্রম সম্পন্ন করি।।

#বৃক্ষে_বাঁচুক_ধরণী

#বৃক্ষ_মেলা_২০২৩