আরডিএন গ্রুপের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ২০২৩

১৫ই জুলাই ২০২৩ঃ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী আরডিএন গ্রুপের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত হয় দিনব্যাপী নানান কর্মকাণ্ড।। সকাল সাড়ে নয়টায় প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ঘোষণার পরে, শুরু হয় শিশু-কিশোরদের জন্য আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতা। মোট তিনটি ক্যাটাগরিতে নোয়াখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৩০ জন প্রতিযোগী অংশ নেয় এই চিত্রাংকন প্রতিযোগিতায়।। শূন্য থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক বিভাগ, ষষ্ঠ থেকে দশম পর্যন্ত খ বিভাগ ও বিশেষ ক্যাটাগরি শারীরিকভাবে পিছিয়ে পড়া প্রতিযোগীদের গ বিভাগ।। বাংলাদেশের পরিবেশ ও প্রকৃতির উপরে মূলত এই চিত্রাংকন প্রতিযোগিতার বিষয় নির্ধারিত হয়। উক্ত প্রতিযোগিতায় লজিস্টিক সাপোর্ট দিয়ে সহায়তা করে পেট্রা বাংলাদেশ লিমিটেড।

একই সাথে এই প্রথম বারের মতো নোয়াখালীতে কোন সংগঠনের জন্মদিনে সমমনা অন্য একটি সংগঠনের পক্ষ থেকে উপহার স্বরূপ পেয়েছি আমরা রক্তের গ্রুপ যাচাই ও ডোনার সংগ্রহের তালিকা। বন্ধু মহল ব্লাড ডোনার নোয়াখালীর বিশেষ উপহার ছিলো আরডিএন এর জন্য – রক্তের গ্রুপ যাচাই ও ডোনার সংগ্রহ

এই প্রতিযোগিতা শেষে শিশু-কিশোরদের কে নিয়ে আমরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের প্রথম অংশ সমাপ্ত ঘোষণা করি।

Safin’s Cake, Cake House By Naime, My cake house, Naima’s Kitchen, Lima’s cake dream থেকে উপহার স্বরুপ আসা এই ৫টি সুন্দর ও ভীষন মজাদার কেক আমাদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবের আমেজ বহুগুন বাড়িয়ে দিয়েছে।

বিকাল ৩:৩০ টায় শুরু হয় পরবর্তী কার্যক্রম, জাতীয় সংগীত, কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয় আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় অংশ। এ পর্যায়ে অনুষ্ঠানের সভাপতির অনুমতিক্রমে সভার কার্যক্রম শুরু হয়, শুরুতেই গ্রুপের এডমিন আব্দুল কাদের রাসেল শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এরপর আগত বিভিন্ন সংগঠনের প্রধান সংগঠকবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা আরডিএন এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একে একে শুভেচ্ছা জ্ঞাপন করেন। সবশেষে অনুষ্ঠানের বিশেষ অতিথি, রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী আরডিএন গ্রুপের সম্মানিত উপদেষ্টাবৃন্দ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মো: আবদুল আলীম তুষার, বিশিষ্ট ব্যবসায়ী আবুল খায়ের এন্ড আদার্স। সাকীলা পারভিন, সহঃ অধ্যাপক, সোনাপুর কলেজ। নূর উদ্দিন মোঃ জাহাঙ্গীর, জেলা শিক্ষা অফিসার, নোয়াখালী ও মোঃ শওকত আলী, ব্যবসায়ী ও সমাজসেবক। নাইস গেস্ট হাউজের কর্ণধার। আলোচনায় বক্তারা গ্রুপের বিভিন্ন কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন, বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন ও একই সাথে গ্রুপের ভবিষ্যত যে কোন পরিকল্পনার সাথে যুক্ত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। সভার সভাপতি গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন তপু সৌমেনের বক্তব্যের মাধ্যমে শেষ হয় এই আলোচনা পর্ব।

এ পর্যায়ে আগত বিভিন্ন সংগঠনের সংগঠনবৃন্দের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের বিশেষ অতিথিরা। এরপর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার তুলে দেয়া হয় বিজয়ীদের হাতে।

সবশেষে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর সবচেয়ে আকর্ষণীয় পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠান, এতে সংগঠনের স্বেচ্ছাসেবীরা পরিবেশন করে নাচ, গান ও আবৃত্তি। শুক্লা মজুমদার ও রাহুল সরকারের গানে গানে মেতে উঠেন দর্শকেরা। পরিশেষে দারুন উপভোগ্য এক রেফেল ড্রয়ের মাধ্যমে শেষ হয় প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন।।

#rdn6thbirthday