যাদের কোরবান দেয়ার সামর্থ্য নেই এবং কোথাও থেকে চেয়ে নেয়ারও সামাজিক অবস্থা নেই এমন ১১২টি পরিবার এর মাঝে কোরবানের গোস্ত বিতরণ করা হলো, আলোকিত মানবিক অর্গানাইজেশন, নোয়াখালীর উদ্যোগে। তাদের সৌজন্যে রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী – আরডিএন গ্রুপ কিছু পরিবারের হাতে তুলে দেয় এই ঈদ উপহার।