নুসরাতের জন্য চিকিৎসা সহায়তা

নুসরাতের পরিবারের কাছে তুলে দিলাম সামান্য চিকিৎসা ব্যয়ঃ

৪ দিন আগে খোঁজ পাই আমরা নুসরাত জাহান নামে একজন রোগী ডেলিভারির জন্য মাইজদির আল রাজি হাসপাতালে ভর্তি হয় এবং ডেলিভারি পরবর্তী জটিলতায় তার সেলাইয়ের জায়গায় ইনফেকশন হয়ে যায় এর ফলে তাকে আবার ভর্তি হতে হয় হাসপাতালে। নুসরাতের সেলাইয়ের জায়গায় ইনফেকশন হয়ে যায় খুব বাজে ভাবে তাই তার আবার অপারেশন করতে হয়। আমরা উক্ত বিষয়টি জানার পর গ্রুপে বিষয়টি অবহিত করে আর্থিক সহায়তা চাই গ্রুপ মেম্বারদের কাছে।

মোটামুটি ২ দিনের মাঝেই আমরা ১১০০০/- সংগ্রহ করি এবং আজ তা তুলে দেই নুসরাতের পরিবারের হাতে। একই সাথে তার মোট ২৪১৬৬/- বিলের উপর আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে ডিস্কাউন্ট করে বিল ১৫০০০ টাকা করে দেই।


ধন্যবাদ জানাই যারা অতি দ্রুত আমদের পোষ্ট দেখে সাড়া দিয়েছেন এবং সাহায্য করেছেন।। এভাবেই আমাদের সাথে যুক্ত থাকবেন সব সময়।।